×

জাতীয়

ফখরুলের শুনানিতে এজলাসে দুই পক্ষের আইনজীবীদের হট্টগোল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ১১:১৩ পিএম

ফখরুলের শুনানিতে এজলাসে দুই পক্ষের আইনজীবীদের হট্টগোল

মুখোমুখি দুই পক্ষের আইনজীবী। ছবি: ভোরের কাগজ

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রাজধানীর রমনা থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রবিবার (২৯ অক্টোবর) রাত ৯ টা ৫৪ মিনিটে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন। শুনানিতে এজলাসে বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীরা হট্টগোল করেন। আওয়ামীপন্থি আইনজীবীদের 'নাবালক' বলার পর হট্টগোলের তীব্রতা বাড়ে। মির্জা ফখরুলের পক্ষের শুনানি করেন বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ, ঢাকা বারের সাবেক সভাপতি মহসিন মিয়া ও খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন জসিম ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী। এছাড়া এসময় এজলাসে বিএনপিপন্থী অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। অন্যদিকে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু ও ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামীপন্থি আইনজীবী ফিরোজুর রহমান মন্টু শুনানি করেন। এসময় আওয়ামী পন্থী ২০-৩০ জন আইনজীবী উপস্থিত ছিলেন। এছাড়া আইনজীবীদের হট্টগোল শুধু এজলাসের ভিতরেই হয়নি। শুনানি শেষে ব্রিফিং করার সময়ও হয়েছে। এছাড়া সারাদিন দুই পক্ষের আইনজীবীরা স্লোগানে স্লোগানে আদালত প্রাঙ্গণ উত্তেজনায় রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App