×

জাতীয়

মির্জা ফখরুল কারাগারে (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০৯:৫৮ পিএম

মির্জা ফখরুল কারাগারে (ভিডিও)

ছবি: ভোরের কাগজ

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রাজধানীর রমনা থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) রাত ৯ টা ৫৪ মিনিটে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন। এবিষয়ে ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী বলেন, সবাই স্বীকার করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন স্বচ্ছ রাজনীতিবিদ। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। অনেক রাজনীতিবিদের বিরুদ্ধে বিশেষ মামলা থাকলেও তার বিরুদ্ধে কোন বিশেষ মামলা নেই। কিছু বহিরাগত লোক সমাবেশকে বিতর্কিত করার জন্য প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে। মামলার ফরোয়ার্ডে বলা হয়েছে, হামলায় ধৃত আসামিদের জিঙ্গাসাবাদে জানা গেছে প্রধান বিচারপতি বাসায় নাকি মির্জা ফখরুল ইসলাম হামলার নির্দেশ দিয়েছে। কিন্তু তিনি প্রধান অতিথি হিসেবে অনেক দূরে পল্টনে সমাবেশে ছিলেন। তিনি কিভাবে হামলার নির্দেশ দিতে পারেন। এছাড়া বিএনপির আরেক আইনজীবী ঢাকা বারের সাবেক সভাপতি মোসলেউদ্দিন জসিম বলেন, মামলাটি রাত ২ টায় দেখানো হয়েছে। কিন্তু আমরা মামলা সম্পর্কে জানতেই পারলাম না। মামলা যদি রাত ২ টায় হয় তাহলে সকালে বা দুপুরে এজাহার আদালতে আসার কথা। কিন্তু এতো রাতে শুনানি কেন। এজাহার এর আগে আসেনি কেন। মামলাটি পরে সাজিয়ে করা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু শুনানিতে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব। তার নির্দেশে বিএনপির নেতা-কর্মীরা প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে। এছাড়া রাজধানীর নানা স্থানে নাশকতা করেছে। তাদের সমাবেশ শান্তিপূর্ণ ছিল না জাতি দেখেছে। কিভাবে তাদের নেতাকর্মীরা প্রধান বিচারপতির বাসায় হামলা করেছে। পুলিশ হত্যা করেছে। এছাড়া ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামীপন্থী আইনজীবী ফিরোজুর রহমান মন্টু শুনানিতে বলেন, বিএনপি নাকি শান্তিপূর্ণ সমাবেশ করবে। কিন্তু দেশের প্রধান বিচারপতির বাসভবনে হামলা এ কোন ধরণের শান্তিপূর্ণ সমাবেশ। এছাড়া বাস পুড়ানো হলো। পুলিশ হত্যা করা হলো। এ কোন ধরণের শান্তিপূর্ণ সমাবেশ। এই প্রথম আমরা দেখলাম প্রধান বিচারপতির বাসায় হামলা হলো। এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এ ঘটনার পূর্বপরিকল্পিত। আসামি মির্জা ফখরুল ইসলাম এ হামলার নির্দেশনা দিয়েছেন। তাকে কারাগারে আটক রাখা হোক। এর আগে এদিন রাত ৮ টা ৯ মিনিটে একটি সাদা মাইক্রোবাসে করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তাকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। জানা গেছে, এদিন রাত ৭টা ৪২ মিনিটে ডিবি অফিস থেকে তাকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওয়ানা হন ডিবি সদস্যরা। এর আগে এদিন সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার বিএনপির মহাসমাবেশ শুরুর আগে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বিএনপির কর্মীরা গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক, গেটে হামলা চালায়। তারা ভেতরে ইট পাটকেল ছুঁড়তে থাকে। এ ঘটনায় রমনা থানায় ৫৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলাটিতে মির্জা ফখরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, আহমেদ খান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, সামসুজ্জামান দুদু, এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ভিপি জয়নাল, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডুনার ও সদস্য সচিব আমিনুল হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App