×

জাতীয়

আওয়ামী লীগ মানুষ মারার রাজনীতি করে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০৮:০০ পিএম

আওয়ামী লীগ মানুষ মারার রাজনীতি করে না
আওয়ামী লীগ মানুষ মারার রাজনীতি করে না

ছবি: ভোরের কাগজ

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও নীলফামারী-২ আসনের টানা ৪ বারের সাংসদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বলেছেন, ‘সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ, জ্বালাও-পোড়াও সহ মানুষকে জিম্মি করা ও মানুষ মারা এগুলো বিএনপি-জামায়াত জোটের আদর্শ হতে পারে, আওয়ামী লীগ মানুষ মারার রাজনীতি করে না। রবিবার (২৯ অক্টোবর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে পুলিশ সদস্যকে হত্যা এবং বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ‘ঢাকায় বিএনপি’র মহাসমাবেশের নামে পুলিশের উপর সন্ত্রাসী হামলা, প্রধান বিচারপতির বাড়ীতে হামলা ও ভাংচুরসহ বাস-ট্রাকে অগ্নিসংযোগ, সাংবাদিকদের পিটিয়ে আহত এবং পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা এসব কোন দলের আদর্শ হতে পারে না। স্বাধীনতা বিরোধী চক্ররা চায় সরকারের অব্যাহত উন্নয়নের ধারাকে বাঁধাগ্রস্থ্য করতে। কিন্তু বাংলার মানুষ ঠিকই এদের প্রতিহত করছে। আজ তাদের ডাকা হরতাল নীলফামারীসহ সারাদেশের মানুষ প্রত্যাক্ষাণ করে যে যার কাজে বেড়িয়েছে। একটা আদর্শহীন চুরি করে পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসা দলের কাছে সন্ত্রাসী-জঙ্গীবাদ, জ্বালাও-পোড়াও আর মানুষমারা ছাড়া আর কিই বা আশা করা যায়?। নীলফামারী সহ সারা বাংলার মানুষ এখন সোচ্চার, তারা এই আদর্শহীন সন্ত্রাসী দলকে কখনই মেনে নেবে না’। উক্ত শান্তি ও উন্নয়ন সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ, নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক, পৌর আওয়ামী লীগ সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহরমান প্রমুখ। এদিকে, সমাবেশ শেষে সাংবাদিকদের পিটিয়ে আহত, পুলিশ সদস্যকে হত্যা এবং বিএনপি-জামায়াতের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App