×

জাতীয়

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০৫:৫৬ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা আটক

ছবি: ভোরের কাগজ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা আটক

শনিবার হেঁটে গিয়ে বিএনপি অফিসে বসে জো বাইডেনের উপদেষ্টা হিসেবে বিএনপির পাশে দাঁড়ান মিয়ান আরাফি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা মিয়ান আরাফিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের একাধিক কর্মকর্তা। রবিবার (২৯ অক্টোবর) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। মিয়ান আরাফি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। [caption id="attachment_473043" align="aligncenter" width="700"] শনিবার হেঁটে গিয়ে বিএনপি অফিসে বসে জো বাইডেনের উপদেষ্টা হিসেবে বিএনপির পাশে দাঁড়ান মিয়ান আরাফি।[/caption] গেল শনিবার হেঁটে গিয়ে বিএনপি অফিসে বসে জো বাইডেনের উপদেষ্টা হিসেবে বিএনপির পাশে দাঁড়ান। আর আজ অসুস্থতার ভান ধরে হুইল চেয়ারে বসে বৃদ্ধ লোকের ছদ্মবেশে দেশত্যাগ করতে যান। গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা ভোরের কাগজকে জানান, কথিত উপদেষ্টা মিয়ান আরাফিকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নেয়া হচ্ছে। এর আগে রবিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে পরিচয় দেয়া ভুয়া ব্যক্তিকে গ্রেপ্তার করা উচিত। এছাড়া পুলিশ বাহিনীর ওপর হামলা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ঢাকায় রাজনৈতিক সহিংসাকে কেন্দ্র করে আহত পুলিশ সদস্যদের দেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ড. মোমেন বলেন, প্রেসিডেন্ট বাইডেন এত আহাম্মক না এ রকম লোককে এখানে পাঠাবে। সে যদি সংঘর্ষের কথা বলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা উচিত। বিদেশি নাগরিক এসে আপনার দেশে সহিংসতার জন্য আহ্বান জানাচ্ছে, তাকে গ্রেপ্তার করা উচিত। সে যেই হোক, কোনো বিষয় নয়। এটা একটা ভুয়া লোক, এরে গ্রেপ্তার করা উচিত। মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টার পরিচয় দেয়া ব্যক্তির পরিচয় সরকার জানতে পেরেছে কিনা-জানতে চাইলে মোমেন বলেন, না, আমি জানি না। আমেরিকান মিশন বলেছে, তারা ওকে চিনে না। তার নামটা দেখে সন্দেহ হয়। সুতরাং এটা চেক করতে হবে, সন্দেহ আছে। নিরাপত্তার লোকেরা চেক করলে ভালো। অন্য দেশে এসে সহিংসতার আহ্বান দেবে এ রকম লোককে গ্রেপ্তার করা উচিত। উল্লেখ্য, আরাফির পুরো নাম জাহিদুল ইসলাম আরাফি। তার ডাক নাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তিনি বাংলাদেশি আমেরিকান। তার জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। যুক্তরাষ্ট্রে বাস করলেও তিনি মাঝেমধ্যেই দেশে আসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App