×

জাতীয়

সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার মারা গেছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০৫:৪০ পিএম

সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার মারা গেছেন

জিনাতুন নেসা তালুকদার

না ফেরার দেশে চলে গেছেন সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদার (৭৬)। রবিবার (২৯ অক্টোবর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বড় ছেলে মাহমুদ হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মাহমুদ হাসান বলেন, তাঁর মা হৃদ্‌রোগসহ বার্ধক্যের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। ৬ অক্টোবর তাঁকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি করা হয়। সেখানে ২০ অক্টোবর পর্যন্ত তিনি ছিলেন। পরে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ২২ অক্টোবর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ঢাকা থেকে আজ তাঁকে (লাশ) নিয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। আগামীকাল (সোমবার) বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে রাজশাহী নগরের টিকাপাড়ায়। পরে নগরের কাদিরগঞ্জ এলাকায় কবরস্থানে তাঁর বাবার পাশে তাঁকে সমাহিত করা হবে। রাজশাহী সিটি মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগসহ ১৪ দল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ইউনিট কমান্ড, রাজশাহী প্রেসক্লাব, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোক সংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, জিনাতুন নেসা ১৯৯৬ সালের ৫ জুলাই সংরক্ষিত মহিলা আসন থেকে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। ১৯৯৭ সাল থেকে দায়িত্ব পালন করেন প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের উপমন্ত্রী হিসেবে। পরে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রথম প্রতিমন্ত্রী হিসেবে ১৯৯৮ থেকে ২০০১ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। তার স্বামী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল্লাহিল বাকী। তিনি কয়েক বছর পূর্বে মৃত্যুবরণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App