×

জাতীয়

সোমবার সারাদেশের প্রেস ক্লাবে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০৫:০০ পিএম

সোমবার সারাদেশের প্রেস ক্লাবে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

ছবি: ভোরের কাগজ

আন্দোলনের নামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার সারাদেশের প্রেস ক্লাবে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এই কর্মসূচি ঘোষণা করেন। রবিবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনের নামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে এ কর্মসূচির ডাক দেন তিনি। ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক দ্বীপ আজাদ, ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আখতার হোসেন প্রমুখ। সমাবেশে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, আজ অত্যন্ত ভারাক্রান্ত মনে আমরা এই প্রতিবাদ সমাবেশ করছি। আমাদের ত্রিশজন সাংবাদিক গতকাল রাজনৈতিক কর্মসূচি কভার করতে গিয়ে আহত হয়েছেন। বাংলাদেশে গতকাল যা ঘটে গেছে, তা নজিরবিহীন। এই কারণেই নজিরবিহীন, দীর্ঘদিন রাজনৈতিক কর্মসূচি করার অভিজ্ঞতা থেকে দেখেছি, প্রধান বিচারপতির বাসায় কখনো হামলা হয়নি। কখনো হাসপাতালে আক্রমণ হতে দেখেনি। কখনো একসঙ্গে গণমাধ্যমের ওপর এতো বড় হামলা হতে দেখেনি। এ হামলা ছিল অত্যন্ত পরিকল্পিত। তিনি বলেন, আজ থেকে দশদিন আগে, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের একটা ডিনার ছিল। সে ডিনারে আমি উপস্থিত ছিলাম। প্রথম আলো সম্পাদক ও আলতামাস কবিরও ছিল। আমরা পিটার হাসকে জিজ্ঞাসা করেছলাম, আপনাদের কাছে ২৮ অক্টোবর বিষয়ে কি খবর আছে। তিনি বলেছিলেন, ২৮ তারিখ সহিংসতা হবে, বিএনপির পক্ষ থেকে এধরনের আভাস দেয়া হয়েছে। ফলে যারা বলে এই কর্মসূচিতে হামলা আকস্মিকভাবে হয়েছে, এটা ভুল। পিটার হাসদের কাছে খবর ছিল। ডিনারে আমরা বললাম, আপনাদের সঙ্গে যোগাযোগ আছে, তাহলে আপনারা তাদের বলেন না কেন, যেন সহিংসতা থেকে বের হয়ে আসেন তারা। তখন পিটার হাস বলেলন, আমি আশা করি তারা এটা করবে না। বিএনপি বলেছিল, তারা শান্তিপূর্ণ কর্মসূচি করবে, কিন্তু গতকাল দেখেছেন সহিংসতার মাত্রা কোথায়। ইসরাইল গাজায় হাসপাতালের ওপর হামলা চালায়, আর জামায়াত-শিবির বাংলাদেশে হাসপাতালের ওপর হামলা চালায়। এদের মধ্যে কোনো তফাত নেই। জাতীয় প্রেস ক্লোবের সাধারণ সম্পাদাক আরও বলেন, দুঃখজনক হচ্ছে, যখন কোনো সাংবাদিকের ওপর আঘাত আসে, তখন এর পেছনে কোনো দুরভিসন্ধি থাকে। নিশ্চয়ই কাল কোনো দুরভিসন্ধি ছিল। যদিও তারা সেটা করতে না পেরে এই হামলাটি চালিয়েছে। সাংবাদিকদের ওপর হামলার পরিণতি ভোগ করতে হবে। আমরা দেখেছি ১৯৯০ সালে এরশাদবিরোধী আন্দোলনে। তখন সাংবাদিকদের ওপর হামলা হয়েছে, এবং এর পরিণতিতে এরশাদকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয়েছে। একইভাবে জাতীয় প্রেসক্লাবের ওপরও হামলা হয়েছে বিএনপির আমলে ১৯৯৩ সালে। সে সময়ও বিএনপিকে কি পরিণতি ভোগ করতে হয়েছিল আপনারা জানেন। সুতরাং এবার যারা হামলা চালিয়েছে তাদের পরিণতিও একই রকম হবে। সাংবাদিক সমাজ জেগে উঠলে তার পরিণতি থেকে কেউ রক্ষা পায়না। তিনি সুনির্দিষ্ট তিনটি দাবি জানিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামালার জন্য বিএনপিকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে ও দু:খ প্রকাশ করতে হবে। প্রশাসনের দাবি, প্রকাশ্য দিবালোকে সাংবাদিকদের ওপর হামলা হয়েছে, সিসিটিভি ফুটেজ আছে, দেখেশুনে পর্যালোচনা করে যারা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে তাদের আইনের আওতায় আনুন। সাংবাদিক নেতাদের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, এধরনের পরিকল্পিত হামলায় শুধু প্রতিবাদ সমাবেশ করলে চলবে না, আমাদের কর্মসূচি অব্যাহত রাখতে হবে, যাতে ভবিষ্যতে সাংবাদিকদের ওপর আক্রমণ চালানোর সাহস কেউ না পায়। এছাড়া গতকালের ঘটনায় অনেক সাংবাদিক চিকিৎসাধীন আছেন, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে, এবং যাদের ক্যামেরা ও মোটরসাইকেলসহ অন্যান্য সামগ্রী হারিয়েছেন একটি সুনির্দিষ্ট তালিকা করে তাদের সহযোগিতা করতে হবে। সরকারের নীতিনির্ধারণী মহল থেকে তাদের পাশে দাঁড়াতে বলা হয়েছে। সবশেষ তিনি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে আজকের ধারাবাহিকতায় বাংলাদেশের সব প্রেস ক্লাবে আগামীকাল সোমবার প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App