×

জাতীয়

বর্ণিল আয়োজনে ঢাবির বিশেষ সমাবর্তন‌ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ১১:৫০ এএম

বর্ণিল আয়োজনে ঢাবির বিশেষ সমাবর্তন‌ শুরু

ছবি: টিভি থেকে সংগৃহীত

উৎসবে রঙিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ। সুসজ্জিত প্যান্ডেলে হাজারো গ্র্যাজুয়েট ও অ্যালামনাই। বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, পদ্মা সেতুতে রেল- একের পর এক উন্নয়ন প্রকল্প নিয়ে যখন এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, তখন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর ডক্টর অব লজ ডিগ্রী প্রদানের জন্য এই বিশেষ সমাবর্তনের আয়োজন করেছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়।

সমাবর্তনের প্রধান বক্তা বঙ্গবন্ধু কন্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ আর্টিকেল ১০(১) অনুযায়ী এবং মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সদয় অনুমতিক্রমে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App