×

জাতীয়

মৌলভীবাজারে রেললাইনে দুর্বৃত্তদের আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০৮:৫৮ এএম

মৌলভীবাজারে রেললাইনে দুর্বৃত্তদের আগুন

ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট রেললাইনের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে ট্রেন চলাচল বিঘ্নিত করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে ট্রেন থামিয়ে যাত্রীদের সহায়তায় আগুন নিভিয়ে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

শনিবার (২৮ অক্টোবর) রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল-ছকাপন এলাকার মধ্যবর্তী স্থানে রেল ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার রোমান আহমদ জানান, ট্রেন আসার পূর্বে দুর্বৃত্তরা একটি টায়ারে আগুন ধরিয়ে বরমচাল-ছকাপন রেল ব্রিজের পাশে ৩৩ নম্বর এলাকায় রেললাইনের ওপর ফেলে রেখেছিল। রাতে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল এক্সপ্রেস ওই এলাকা অতিক্রম করছিল।

এ সময় রেললাইনে আগুন দেখে চালক ট্রেন থামিয়ে দেন। পরে চালকসহ যাত্রীরা নেমে আগুন লাগানো টায়ারটি রেললাইন থেকে সরিয়ে দেয়। পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন দেব বলেন, কে বা কারা টায়ারে আগুন ধরিয়ে রেললাইনে রেখেছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ কাজ করতে পারে।

তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই টায়ার সরিয়ে ফেলা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App