×

জাতীয়

রাজনৈতিক সহিংসতা গভীরভাবে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ১০:২২ পিএম

রাজনৈতিক সহিংসতা গভীরভাবে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র

মার্কিন দূতাবাসের বিবৃতি

দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির শনিবারের সমাবেশ এবং পরবর্তীতে ঘটে যাওয়া সহিংস ঘটনাবলী গভীরভাবে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দেশটি এই সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক বিবৃতিতে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে এমনটা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শনিবার দিনব্যাপী ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে, যুক্তরাষ্ট্র এর তীব্র নিন্দা জানায়। [caption id="attachment_472885" align="aligncenter" width="1280"] মার্কিন দূতাবাসের বিবৃতি[/caption] একজন পুলিশ সদস্য ও একজন রাজনৈতিক কর্মী হত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই। সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সব সহিংস ঘটনা পর্যালোচনা করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App