×

জাতীয়

চূড়ান্ত সিদ্ধান্ত জামায়াতের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ১০:২২ পিএম

চূড়ান্ত সিদ্ধান্ত জামায়াতের

ছবি: সংগৃহীত

২০টি শর্তে ২৮ অক্টোবর পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি পেয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। তবে জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে বলেন, জামায়াতের ব্যাপারে ডিএমপির অবস্থান লাউড অ্যান্ড ক্লিয়ার। জামায়াতকে ঢাকা শহরের কোথাও সভা-সমাবেশ করতে দেয়া হবে না। সমাবেশের অনুমতি না পেলেও রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে শনিবার (২৮ অক্টোবর) সমাবেশ হবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে জামায়াতে ইসলামী। শুক্রবার (২৭ অক্টোবর) দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, ২৮ অক্টোবর জামায়াতের ঘোষিত মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে এবং কেয়ারটেকার সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে। অনির্বাচিত ও অবৈধ সরকার জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসেছে। ‘এই সরকারের পতন ঘটানো ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না। জামায়াতের মহাসমাবেশ বানচাল করার জন্য কোনো কোনো মহলের পক্ষ থেকে নানাভাবে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। সরকারি-বেসরকারি মহলের কোনো প্রকার গুজবে কেউ কান দেবেন না।’ বিবৃতিতে কোনো মানুষকে ভয় না করে শুধুমাত্র আল্লাহকে ভয় করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জামায়াত ঘোষিত মহাসমাবেশে দলে দলে যোগদান করে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য আমি সংগঠনের সকল জনশক্তি এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গত ১২ জুলাই থেকে রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও সমমনারা। ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে তাদের ‘মহাযাত্রা’ শুরু হবে বলে বিএনপি নেতারা ঘোষণা দিয়েছিলেন। এই মহাসমাবেশের জন্য নয়া পল্টনের অনুমতি চেয়ে আবেদন করে বিএনপি। পরে আওয়ামী লীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের ঘোষণা দেয়। পাল্টাপাল্টি ঘোষণায় জনমনে তৈরি হয় উদ্বেগ। এ অবস্থায় ঢাকা মহানগর পুলিশ বিকল্প দুটি জায়গার নাম চেয়েছিল দল দুটির কাছ থেকে। তবে বিএনপি বৃহস্পতিবার জানিয়ে দেয়, নয়া পল্টন ছাড়া অন্য কোথাও সমাবেশ ‘সম্ভব নয়’। আর আওয়ামী লীগ বলে, বিএনপি নয়া পল্টনে থাকলে তারাও অবস্থান থেকে সরবে না। পুরো এক দিন পর সার্বিক পরিস্থিতি যাচাই-বাছাই করে দুই দলকে তাদের চাহিদা অনুযায়ী সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App