×

জাতীয়

রাজধানীসহ সারাদেশে বন্দুকযুদ্ধে নিহত ১২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০১৮, ১০:৫৮ এএম

মাদকবিরোধী অভিযানের সময় কথিত বন্দুকযুদ্ধে নিহতের ঘটনা বেড়েই চলেছে। গতকাল রোববার রাতেও রাজধানীসহ দেশের সাত জেলায় ১২ জন নিহত হয়েছেন। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁরা সবাই মাদক ব্যবসায়ী। এর মধ্যে সাতক্ষীরায় ২ জন, পিরোজপুরে ২ জন, কুমিল্লায় ২ জন এবং রাজধানী, মুন্সীগঞ্জ, নাটোর, ঝিনাইদহ, পাবনা ও চাঁদপুরে ১ জন করে নিহত হয়েছেন। এ নিয়ে গত ১৪ দিনে ৮৯ জন নিহত হয়েছেন। দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে তৈরি এ প্রতিবেদন- সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সড়কের বাঁকালের পাশের আগুনপুর গ্রামে অজ্ঞাত দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁরা মাদক ব্যবসায়ী। সদর থানার উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার দাস দাবি করেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকের ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে গোলাগুলির একপর্যায়ে দুজন নিহত হন। ময়নাতদন্তের জন্য লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিরোজপুর : পিরোজপুর সদর ও মঠবাড়িয়া উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। গতকাল রোববার মধ্যরাতে নিহতরা হলেন সদর উপজেলায় অহিদুজ্জামান অহিদ এবং মঠবাড়িয়া উপজেলায় মো. মিজান। অহিদুজ্জামান নেছারাবাদ উপজেলার দক্ষিণ কৌড়িখারা সোহাগদল গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে আটটি মাদক মামলা রয়েছে। তিনি একটি মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। অপরদিকে মিজানের বাড়ি মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নে। তাঁর বিরুদ্ধেও মাদকসহ একাধিক মামলা রয়েছে। কুমিল্লা : কুমিল্লা জেলার দেবীদ্বার ও সদর দক্ষিণ থানা এলাকায় ‍‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। নিহতরা হলেন, দেবীদ্বারের ভিংলাবাড়ীর এনামুল হক ভূইয়া ওরফে দুলাল ভূইয়া ওরফে দুলন এবং সদর দক্ষিণ থানার নূরু মিয়া ওরফে নূরু হুজুর। এনামুলের বিরুদ্ধে ১৩টি এবং নূরুর বিরুদ্ধে ১২টি মামলা ছিল। ঝিনাইদহ : ঝিনাইদহের সদর উপজেলার জাড়গ্রামের শ্মশান এলাকায় মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। গতকাল রোববার রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ঝিনাইদহ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কনক কুমার দাস। নাটোর : নাটোরের সিংড়া উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ খালেক উদ্দিন নামে এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা দাবি করেন, উপজেলার ভাগনাগরকান্দি এলাকার একটি বাড়িতে মাদক লেনদেনের খবর পেয়ে রাত ২টায় র‍্যাব সদস্যরা সেখানে অভিযানে যায়। তখন সন্ত্রাসীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‍্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় খালেক গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা : রাজধানী মিরপুরে রূপনগর এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। তিনি মাদক ব্যবসা করতেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে রূপনগর থানাধীন সরকারি কর্মচারীদের জন্য নির্মাণাধীন ভবন এলাকায় ডিবি সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। পরে ওই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন। চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ আবু সাঈদ বাদশা ওরফে লাল বাদশা নামে এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। লাল বাদশা উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ১০টি মাদক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ১১১টি ইয়াবা, একটি একনলা বন্দুক, চারটি গুলি ও একটি ককটেল উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি। মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মুরমা কাতলাপাড়া এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ সুমন বিশ্বাস ওরফে কানা সুমন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। সুমন মিরকাদিম পৌরসভার পানির ট্রাংকি এলাকার বাসিন্দা। তাঁর মাদকসহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App