×

জাতীয়

ঢাকায় ১০ তলা ভবনসহ সরকারি জমি উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ০৮:৪০ পিএম

ঢাকায় ১০ তলা ভবনসহ সরকারি জমি উদ্ধার

ঢাকার ডেমরাতে অভিযান চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ১০ তলা ভবনসহ ৩১ শতক সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সিনিয়র সহকারী কমিশনার ফারজানা আক্তার এ অভিযান পরিচালনা করেন।

ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়। অভিযান পরিচালনার সময় ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), রাজস্ব সার্কেলের কানুনগো, সার্ভেয়ার, তহসিলদারসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সরকারি জমি উদ্ধারের বিষয়ে ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, জেলা প্রশাসন ঢাকার চলমান ‘ক’ তালিকাভুক্ত সরকারি সম্পত্তি উদ্ধার অভিযানের অংশ হিসেবে আজ ডেমরায় অভিযান পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে সরকারি সব জমি অবৈধ দখল হতে উদ্ধার করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App