×

জাতীয়

নয়াপল্টনেই সমাবেশ করতে অনড় বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ০৪:০৬ পিএম

নয়াপল্টনেই সমাবেশ করতে অনড় বিএনপি
নয়াপল্টনেই সমাবেশ করতে অনড় বিএনপি
নয়াপল্টনেই সমাবেশ করতে অনড় বিএনপি
নয়াপল্টনেই সমাবেশ করতে অনড় বিএনপি
২৮ অক্টোবরের মহাসমাবেশ নয়াপল্টনেই করতে চায় বিএনপি। ইতোমধ্যে সেখানে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে শান্তপূর্ণ সমাবেশ আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নয়াপল্টনের বিকল্প সমাবেশস্থল খোঁজাসহ ৭ তথ্য জানতে চেয়ে পুলিশ যে চিঠি দিয়েছিল, তার জবাবে এসব তথ্য জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পল্টন মডেল থানার ওসি সালাউদ্দিন মিয়া বরাবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই পাল্টা চিঠি পাঠানো হয়। একইসঙ্গে পুলিশের পক্ষে থেকে জানতে চাওয়া ৭টি প্রশ্নের উত্তর দেয়া হয় এতে। চিঠিতে রুহুল কবির রিজভী বলেন, ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ সম্পর্কিত যেসব তথ্য জানানো হয়েছে সেগুলো নিম্নরূপ: ১. সমাবেশ বেলা ২টায় শুরু হয়ে মাগরিবের আজানের আগে শেষ হবে। ২. সমাবেশে এক লাখ থেকে সোয়া লাখ লোক হতে পারে। ৩. সমাবেশটি পশ্চিমে বিজয়নগর মোড় ও পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত বিস্তৃত হতে পারে। ৪. সমাবেশের জন্য পশ্চিমে বিজয়নগর মোড় এবং পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত কিছুদূর অন্তর অন্তর মাইক লাগানো হবে। ৫. ২৮ অক্টোবর সমাবেশে বিএনপির নেতারা ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন না। ৬. সমাবেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য দলের নিজস্ব স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন যার সংখ্যা হবে ৫০০ জন। ৭. ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশ নয়াপল্টনস্থ বিএনপির প্রধান কার্যালয়ের সামনেই আয়োজনের সব প্রস্ততি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। অন্য কোন ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App