×

জাতীয়

আইডিয়ালের মুশতাকের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ নভেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ০২:৫৮ পিএম

আইডিয়ালের মুশতাকের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ নভেম্বর

কলেজছাত্রীকে প্রলোভন ও জোরপূর্বক ধর্ষণের মামলায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছিয়ে আগামী ১৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) আদালতে মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরী প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ নভেম্বর নতুন দিন ধার্য করেন।

এরআগে গত ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ আদালতে খন্দকার মুশতাক আহমেদ ও আইডিয়াল কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর বিরুদ্ধে মামলাটি করেন ভুক্তভোগীর বাবা মো. সাইফুল ইসলাম।

এজাহারে বলা হয়, বাদীর মেয়ে মতিঝিল আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। আসামি মুশতাক খোঁজখবর নেয়ার নামে তার মেয়েকে অধ্যক্ষের রুমে ডেকে নানা সময় প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করতেন। কিছুদিন পর আসামি মুশতাক ছাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ভুক্তভোগীকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক বিয়ে এবং তার পরিবারকে ঢাকা ছাড়া করবে বলে হুমকি দেন। অধ্যক্ষের কাছে অভিযোগ দিলেও ছাত্রীর বাবা ন্যায় বিচার পাননি।

তাই বাদী উপায় না পেয়ে মেয়েকে নিয়ে ঠাকুরগাঁওয়ের বাড়িতে যান। কিন্তু ৬০ বছরের মুশতাক তার লোকজন দিয়ে ছাত্রীকে অপহরণ করে একেক দিন একেক স্থানে রেখে অনৈতিক কাজে বাধ্য করেছেন এবং যৌন নিপীড়ন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App