×

জাতীয়

৫ শতাংশ প্রণোদনা দ্রুত কার্যকরের দাবি প্রবাসীদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ০২:৩৫ পিএম

৫ শতাংশ প্রণোদনা দ্রুত কার্যকরের দাবি প্রবাসীদের

রেমিট্যান্স নিয়ে সরকার ও ব্যবসায়ী সংগঠনের যৌথ উদ্যোগে ৫ শতাংশ প্রণোদনা কার্যকর হয়নি এখনও। ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে রেমিট্যান্স প্রবাহে দেখা দিয়েছে ভাটা। এ পরিস্থিতিতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে উদ্ধুদ্ধ করতে প্রণোদনা দ্রুত চালুর উদ্যোগের দাবি জানান প্রবাসীরা।

বৈশ্বিক সংকটের থাবা দেশের বৈদেশিক মুদ্রার বাজারে। রেমিট্যান্সও আসছে না আগের মতো। সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগও খুব একটা কাজ করছে না।

এমন পরিস্থিতিতে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের দেয়া আড়াই শতাংশ প্রণোদনা অব্যাহত রয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ উদ্যোগের আরও অতিরিক্ত আড়াই শতাংশ। সবমিলিয়ে রেমিট্যান্সে মোট ৫ শতাংশ প্রণোদনা।

প্রবাসীরা বলছেন, উদ্যোগ কার্যকর হলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে আগ্রহ বাড়বে সবার। এক প্রবাসী বলেন, এ প্রণোদনা আমাদের জন্য। এতে খুশি হয়েছি। আমরা ব্যাংকেই রেমিট্যান্স পাঠাই। ফলে এটা যত দ্রুত কার্যকর হবে, তত আমাদের জন্য ভালো।

আরেক প্রবাসী বলেন, আমরা সরকারকে আহ্বান জানাবো, শিগগিরই এ উদ্যোগ কার্যকর করা হোক। যাতে তাড়াতাড়ি সুফল ভোগ করতে পারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App