×

জাতীয়

বদলে যাওয়া বাংলাদেশের রূপকার শেখ হাসিনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ১১:৫১ এএম

বদলে যাওয়া বাংলাদেশের রূপকার শেখ হাসিনা

রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আধুনিক ও বদলে যাওয়া বাংলাদেশের রূপকার হিসেবে অভিহিত করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

বুধবার (২৪ অক্টোবর) বাদ এশা ঢাকা-১৪ আসনের অন্তর্গত ১১নং ওয়ার্ডের কল্যাণপুরে এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।

যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ ৭০ বিলিয়ন ডলারের অর্থনীতি থেকে ১৫ বছরেরও কম সময়ে ৪৬৫ বিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ।

নিখিল বলেন, বিশ্বের বিস্ময় রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা, সার্বজনীন প্রথমিক শিক্ষায় ভর্তি, কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন, বিনা খরচে আবাসন, গ্রামীণ যোগাযোগ, দুর্যোগ স্থিতিস্থাপকতা, জলবায়ু অভিযোজন, ১০০% বিদ্যুৎ কভারেজ, দেশজুড়ে ইন্টারনেট সংযোগ, শিল্প প্রবৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বিস্ময়কর সফলতা অর্জন করেছে।

সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আয়োজিত এই উঠান বৈঠকে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান যুবলীগ সাধারণ সম্পাদক।

কল্যানপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি এনামুল হক এর সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কল্যানপুর সমাজকল্যান সমিতির সভাপতি আকরাম উদ্দিন, মিরপুর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এজাজ আহমেদ স্বপন, মিরপুর থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইয়াং হুয়া চৌধুরী, মিরপুর থানা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদা হাসান (আয়নামতি), মিরপুর থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নেছার উদ্দিন, খায়রুল উদ্দিন আহমেদ, রওশন আরা, আবু হানিফ, আব্দুর রহমান, মো. জুয়েল, জিয়াউল হাসান, এস এম কিবরিয়া পিয়াস, চৌধুরী আল ইমরান, সোলাইমান মিয়া জিবন, আলাউদ্দিন ভূইয়া, মনির খান, ইকবাল হোসেন হাসু, রতন সরকার, বিভা মজুমদার, ৭নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ফেরদৌসী-সহ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App