×

জাতীয়

শেষ আঘাতটা করার এখনই সময়: দুদু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০৪:০২ পিএম

শেষ আঘাতটা করার এখনই সময়: দুদু

ছবি: ভোরের কাগজ

নেতাকর্মী‌দের উদ্দেশ্য বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই অবৈধ সরকারের উপর শেষ আঘাতটা করার এখনই সময়। তিনি বলেন, সবার মাথার মধ্যে একটা বিষয় নেন বাসা, রাজপথ আর জেলখানা তাহলে দেখবেন এই অবৈধ সরকারকে পতন করা কোন ব্যাপারই না। আমরা পাকিস্তানিকে বিদায় করেছি। স্বৈরশাসক এরশাদকে বিদায় করেছি। এ পাকিস্তানি পেতাত্মাদের বিদায় করা কোন ব্যাপারই না যদি আমরা মাথার মধ্যে এই বিষয়টা নিয়ে রাখি। বুধবার (২৫ অক্টোবর) কুষ্টিয়ার মুজিব অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দুদু বলেন, এই সরকারকে পরাজিত করতে না পারলে দেশে গণতন্ত্র ফেরত আসবে না। এই দানব সরকারকে অপসারণ করতে না পারলে বাংলাদেশ থাকবে কিনা সন্দেহ আছে। তিনি বলেন, ৫২ বছর আগে যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে রক্ত দিয়েছে। মা-বোনরা তাদের সম্ভ্রম হারিয়েছে। সেই দেশে আজ গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে। তাই এখন আমাদের একটাই কাজ শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা। তত্ত্ববোধক সরকার প্রতিষ্ঠা করা। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন বসানো। তাহলে দেশে যে রাজনৈতিক সংকট। এই সংকট থেকে দেশবাসী মুক্তি পাবে। ‌তি‌নি আরো ব‌লেন,আওয়ামী লীগের নিজস্ব কোনো সত্তা নাই। যেমন মা যদি হাটে তার পিছনের পিছনে তার সন্তানও হাটে। তেমনি আওয়ামী লীগের নিজস্ব কোনো রাজনীতি আছে বলে মনে হয় না। বিএনপি যেটা করে আওয়ামী লীগ ও সেটাই করে। বিএনপিকে তারা অনুসরণ করে। আওয়ামী লীগ এখন একটি মিনিংলেস পার্টিতে পরিণত হয়েছে। লক্ষ হারা পার্টিতে প‌রিণত হ‌য়ে‌ছে। যাদের কোনো লক্ষ্য নাই অর্থ সম্পদ লুটপাট করা ছাড়া। এই ধরনের একটা পার্টি যারা অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। সেই সরকারকে অপসারণের জন্য ২৮ তারিখে মহাসমাবেশ হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আগামী ২৮ তারিখে বিএনপির মহাসমাবেশ। এই সমাবেশ হচ্ছে এই সরকারের পতনের সমাবেশ। তাই সবাইকে এই মহাসমাবেশে অংশগ্রহণ করতে হবে। বিশেষ করে যারা লড়াই করতে পারে। দু থেকে তিন দিন না খেয়ে থাকতে পারবে। আমাদের এই সমাবেশের যাত্রা হচ্ছে মহাযাত্রা, এই কাফেলা মুক্তির কাফেলা। তিনি বলেন, এই দেশ গণতন্ত্রের জন্য তৈরি হয়েছে। স্বাধীনতার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তৈরি হয়েছে। আপনি (শেখ হাসিনা) মানুষের অধিকার দিবেন না। দেশে গণতন্ত্র রাখবেন না। স্বাধীনতা রাখবেন না। দেশনেত্রীকে চিকিৎসা দেবেন না। একদম মৃত্যু পর্যায়ে নিয়ে যাবেন। এটা এদেশের মানুষ মানবে এটা ভাবা যায়?এটা এদেশের মানুষ কখনো মানবে না। কৃষকদলের সাবেক এই আহবায়ক বলেন, আমাদের নেতাকর্মীদেরকে যদি বিচারক বের হতে না দেয়। তাহলে কারাগার ভেঙ্গে তাদেরকে মুক্ত করে আনব। আমাদের এই লড়াই হচ্ছে চূড়ান্ত লড়াই। এই লড়াইয়ের জন্য আপনাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, এই লড়াইয়ে সবাইকেই উপস্থিত হতে হবে। লড়াই এর সময় আস‌বেন না শেষ হওয়ার পরে আসবেন তখন কিন্তু পার্টি আর আপনাকে দেখবে না। পার্টি সবার দিকেই নজর রাখছে কে লড়াইয়ে নামলো আর কে নামলো না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি মেহেদী আহমেদ রুমির সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ‌্য ইসলাম অমিত, বিএনপি'র কেন্দ্রীয় সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, এসকে সাদী প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App