×

জাতীয়

নায়ক সোহেল হত্যায় এমপিসহ ৩ জনের সাক্ষ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০৩:১৫ পিএম

নায়ক সোহেল হত্যায় এমপিসহ ৩ জনের সাক্ষ্য

সোহেল চৌধুরী

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী আলোচিত হত্যা মামলায় এমপিসহ আরো ৩ জন সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন- কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী, অধ্যাপক ডা. মো. বেলায়েত হোসেন খান ও আহমেদ সাঈদ। বুধবার (২৫ অক্টোবর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক আলী আহমেদের আদালতে সাক্ষ্য দেন তারা। এদিন তাদের সাক্ষ্য শেষ হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। মামলাটিতে এখন পর্যন্ত ৯ জনের সাক্ষ্য শেষ হয়েছে। সংশ্লিষ্ট আদালতের সহকারী পিপি সাদিয়া আফরিন শিল্পী বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন কারাগারে থাকা তিন আসামি শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন, আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী এবং তারিক সাঈদ মামুনকে আদালতে হাজির করা হয়। এছাড়া আসামি ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, সেলিম খান, হারুন অর রশীদ ওরফে লেদার লিটন ওরফে বস লিটন, আদনান সিদ্দিকী ও ফারুক আব্বাসী পলাতক আছেন। উল্লেখ্য, ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর বনানীর ১৭ নম্বর রোডের আবেদীন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের নীচে সন্ত্রাসীদের গুলিতে মারা যান নায়ক সোহেল চৌধুরী। ওই ঘটনায় সোহেল চৌধুরীর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী রাজধানীর গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App