×

জাতীয়

২৮ অক্টোবর শাপলা চত্বরে সমাবেশ করতে চায় জামায়াত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৮:০৯ পিএম

আগামী ২৮ অক্টোবর মতিঝিল শাপলা চত্বরে শান্তিপূর্ণ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সমাবেশ সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতা চেয়ে ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে দলটি। সোমবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীর শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। ডিএমপি কমিশনারকে দেয়া চিঠিতে বলা হয়- বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতাকর্মী ও আলেম ওলামার মুক্তি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ২৮ অক্টোবর দুপুর ২টায় মতিঝিল শাপলা চত্বরে এক শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই কর্মসূচি আমরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই। তাই বিষয়টি আপনার সদয় অবগতির জন্য পেশ করা হল। সমাবেশ বাস্তবায়নে আপনার সার্বিক সহযোগীতা কামনা করছি। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় জামায়াতে ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর সাজানো ও ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তারা জামায়াতকে নেতৃত্ব শূন্য করার উদ্দেশ্যে সাজানো, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় জড়িয়ে নেতৃবৃন্দকে ফাঁসির দণ্ড দিয়ে তা কার্যকর করে। বাংলাদেশ আজ রাজনৈতিক নেতৃত্বশূন্য। সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দলের কোনো নেতা যেন কথা বলতে না পারেন, সে জন্য নেতাকর্মীদের গ্রেপ্তার করে মামলা দিয়ে বিরোধীদলকে স্তব্ধ করে দেয়া হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধীদলের নেতাকর্মীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সেজন্য গভীর রাত পর্যন্ত সাক্ষ্য নিয়ে মিথ্যা মামলায় সাজা দেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, ২০১৪ ও ২০১৮ সালে কোনো নির্বাচন ছিল না। এই সরকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরেকটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতা দখলের গভীর ষড়যন্ত্র করছে। ইতোমধ্যে সরকারের বিরুদ্ধে সব রাজনীতিবিদ, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবী ও পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার সেদিকে কোনো কর্ণপাত করছে না। এ পরিস্থিতিতে গোটা জাতি আজ এক দফার দাবিতে ঐক্যবদ্ধ। এমতাবস্থায় সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীকে সুশৃঙ্খলভাবে অংশ নেয়ার জন্য নির্বাহী পরিষদ আহ্বান জানাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App