×

জাতীয়

চলতি অধিবেশনে একদিন ফিলিস্তিন ইস্যুতে আলোচনা করা হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৭:১৫ পিএম

চলতি অধিবেশনে একদিন ফিলিস্তিন ইস্যুতে আলোচনা করা হবে

জাতীয় সংসদে একটি দিন নির্ধারণ করে ১৪৭ বিধিতে ফিলিস্তিনি ইস্যুতে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সোমবার (২৩ অক্টোবর) শিরীন শারমিন সংসদের বৈঠকে এ তথ্য জানান।

সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেয়ার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তরিকত ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য নজিবুল বশর মাইজভাণ্ডারী। এসময় স্পিকার জানতে চান, তিনি কী বিষয়ে বক্তব্য রাখবেন। তখন মাইজভাণ্ডারী বলেন, তিনি ফিলিস্তিন নিয়ে বক্তব্য দেবেন এরপর স্পিকার বলেন, আজ এ বিষয়ে বলার প্রয়োজন নেই। কারণ চলতি অধিবেশনে একটি দিন নির্ধারণ করা হবে যেদিন এ বিষয়ে আলোচনা হবে।

প্রসঙ্গত ; চলতি সংসদের ২৫তম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে ইসরাইলের হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য সংসদে শোক জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App