×

জাতীয়

বাংলাদেশে বর্তমানে ৫২টি বিদেশী দূতাবাস আছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৬:০২ পিএম

বাংলাদেশে বর্তমানে ৫২টি বিদেশী দূতাবাস আছে

বাংলাদেশে বর্তমানে ৫২টি দেশের দূতাবাস আছে বলে সংসদে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

সোমবার (২৩ অক্টোবর) জাতীয় সংসদে চট্টগ্রাম-১১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এম. আব্দুল লতিফের লিখিত প্রশ্নের উত্তরে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে বিশ্বের ৫২টি দেশের দূতাবাস আছে। দেশগুলো হলো- আফগানিস্তান, আলজেরিয়া, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রাজিল, ব্রুনাই, কানাডা, চীন, ডেনমার্ক, মিশর, ফ্রান্স, জার্মানী, ভ্যাটিকান সিটি, হাঙ্গেরি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইতালি, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, মায়ানমার, নেপাল, নেদারল্যান্ড, নরওয়ে, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, ফিলিপাইন, কাতার, রাশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, স্পেন, শ্রীলঙ্কা, সুইডেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, ইউরোপীয় ইউনিয়ন, কসোভো ও আর্জেন্টিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App