×

জাতীয়

সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টে অপচেষ্টা, রুখে দিয়েছে র‌্যাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৫:১৬ পিএম

সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টে অপচেষ্টা, রুখে দিয়েছে র‌্যাব

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বেশ কয়েকটি স্থানে একটি স্থার্থন্বেষীমহল অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের চেষ্টা করছিলো। তবে তাদের এ পরিকল্পনা ভেস্তে দেয়া হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) দুপুরে দিকে বনানীর একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এ কথা জানান র‍্যাব আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

দেশের বিভিন্ন স্থানে একটি অসাধু চক্র অপ্রীতিকর ঘটনা ঘটানোর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের চেষ্টা করেছিল জানিয়ে মঈন বলেন, 'অন্যান্য সংস্থা ও আইনশৃঙ্খলা-বাহিনীর সমন্বয়ে র‌্যাব এই অপচেষ্টা নস্যাৎ করতে সক্ষম হয়েছে। এবিষয়ে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। যেসব দুষ্কৃতিকারী সম্প্রতি বিনষ্টের চেষ্টা করেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। আমরা এবিষয় নিয়ে কাজ করছি।'

তিনি বলেন, 'একটি চক্র গুজব তৈরি করে পেনিক সৃষ্টি করেন। এর মাধ্যমে নাশকতা ও সহিংসতা করার চেষ্টা করে। তাদেরকে আইডেনটিফাই করে তাদের আইনি আওতায় নিয়ে আসার কাজ করছি।'

র‌্যাব মুখপাত্র বলেন, 'দুর্গাপূজাকে কেন্দ্র করে র‌্যাব দেশজুড়ে বিশেষ নিরাপত্তা নিয়েছে; যাতে নির্বিঘ্নে এই উৎসব শেষ হয়। প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপের নিরাপত্তায় র‌্যাবের চারহাজারের বেশি সদস্য সাদাপোষাক ও পোষাকে নজরদারি করছে। দেশব্যাপী ৩০০শ টহলদল কাজ করছে, যাতে এই উৎসবকে কেউ বানচাল করতে না পারে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র‌্যাবের চেকপোস্ট স্থাপন করা হয়েছে। গোয়েন্দারা মাঠে কাজ করছে।'

র‌্যাবের স্পেশাল ডগ স্কোয়াড দিয়ে সুইপিং চলছে জানিয়ে কমান্ডার মঈন বলেন, 'যেখানেই প্রয়োজন হচ্ছে সেখানেই পূজাকমিটির আহবানে র‌্যাব সদস্যরা কাজ করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় র‌্যাবের স্পেশাল টিম প্রস্তুত রাখা হয়েছে। এলিট ফোর্সের হেলিকপ্টার প্রস্তুত আছে। দেশের সব কিছু আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।'

এখন পর্যন্ত কোনো নাশকতা বা জঙ্গি হামলার পরিকল্পনা নেই জানিয়ে কমান্ডার মঈন বলেন, 'জঙ্গি হামলার কোনো সম্ভাব্য তথ্য আমাদের কাছে নেই। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App