×

জাতীয়

হাতীবান্ধায় ৭৩ পূজা মণ্ডপে দুর্গাপূজা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ০১:০৯ পিএম

হাতীবান্ধায় ৭৩ পূজা মণ্ডপে দুর্গাপূজা

ছবি: ভোরের কাগজ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৭৩টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শুক্রবার থেকে মহাষষ্ঠী দিয়ে দুর্গাপূজা শুরু হবে।

এখন মণ্ডপে মণ্ডপে পূজার্চ্চনার সামগ্রী সংগ্রহের কাজ চলছে। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পূজার নতুন বস্তু কেনাকাটার ধুম পড়েছে।

মণ্ডপগুলো নানা রঙয়ের কাপড় দিয়ে সাজিয়ে তুলেছে।এবার উপজেলায় ১২টি ইউনিয়নে ৭৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলার পূজা কমিটিকে ৩৬ মেট্রিক টন ও ৫০০ কেজি চাল সরকার বরাদ্দ দিয়েছে।

হাতীবান্ধা থানার ওসি শাহাআলম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক পূজামণ্ডপে সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, আনসার- ভিডিপি ও গ্রামপুলিশ থাকবে। এ ছাড়াও পুজার দিনগুলোতে পুলিশের টহল টিম থাকব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App