×

জাতীয়

পদ্মা সেতু হয়ে নভেম্বর থেকে চলবে দুটি ট্রেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ০৮:২১ এএম

পদ্মা সেতু হয়ে নভেম্বর থেকে চলবে দুটি ট্রেন

ফাইল ছবি

আগামী ১ নভেম্বর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত নতুন দুটি ট্রেন চলাচল চালু করা হবে। তাই এই রেলপথে দুটি ট্রেন চালাতে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপককে (পূর্ব ও পশ্চিম) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখার উপপরিচালক (টিটি) শওকত জামিল মোহসী স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনাতে বলা হয়, বঙ্গবন্ধু সেতু দিয়ে খুলনা-ঢাকা-খুলনা রুটে চলাচলকারী সুন্দরবন এক্সপ্রেস (৭২৫/৭২৬) ট্রেনের রুট ১ নভেম্বর থেকে পরিবর্তন করে পদ্মা সেতু দিয়ে ট্রেন পরিচালনা ও বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস (৭৯৫/৭৯৬) ট্রেনের রুট ২ নভেম্বর থেকে পরিবর্তন করে পদ্মা সেতু দিয়ে ট্রেন পরিচালনার প্রস্তাব দুটি অনুমোদন করা হলো। এ বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে পাঠানো হলো।

আগামী ১ নভেম্বর থেকে সুন্দরবন এক্সপ্রেস যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু এবং ২ নভেম্বর থেকে বেনাপোল এক্সপ্রেস যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে চলাচল করবে।

তবে নতুন পথের ভাড়া এখনও নির্ধারিত হয়নি। পদ্মা সেতু রুটের প্রস্তাবিত ভাড়া এই ট্রেন ২টিতে কার্যকর হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App