×

জাতীয়

মিরপুরে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ০৯:০৫ এএম

মিরপুরে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

ফাইল ছবি

রাজধানীর মিরপুরের দারুস সালাম থানাধীন এলাকায় স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। তার নাম শাহ আলম (৩৫)।

শনিবার রাত ১০টার দিকে সহকারী ভূমি কমিশনারের কার্যালয়ের সামনে নাবিল খান ও ইসলাম গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা নিশ্চিত করেছেন।

নিহতের বাবার নাম সৈয়দ আলী। তার গ্রামের বাড়ি সাভারের মোগড়াকান্দা এলাকায়। রাজধানীর দারুস সালামের লালকুঠি ২য় কলোনির নুর ইসলামের বাসার ভাড়াটিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাবিল খান ও ইসলাম গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় শাহ আলমকে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করা হয়। প্রথমে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যান। তার কোমর ও পায়ের পেছনে ছুরিকাঘাতে রক্তনালি কেটে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

নাবিল খান স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও ইসলাম স্বেচ্ছাসেবক লীগ দারুস সালাম থানার সাবেক সভাপতি বলে জানা গেছে। নিহত যুবক নাবিল খান গ্রুপের অনুসারী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App