×

জাতীয়

মিডিয়া ফুটবলে ভোরের কাগজের জয়যাত্রা অব্যাহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০৯:১৪ পিএম

মিডিয়া ফুটবলে ভোরের কাগজের জয়যাত্রা অব্যাহত
দেশের ৫০টি গণমাধ্যম প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৩’এ 'এখন টেলিভিশন'কে হারিয়ে জয়যাত্রা অব্যাহত রেখেছে ভোরের কাগজ। শনিবার (১৪ অক্টোবর) পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় ভোরের কাগজ। এর আগে উদ্বোধনী ম্যাচে ডেইলি অবজারভারকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করা ভোরের কাগজের কলম সৈনিকরা। আগামীকাল (১৫ অক্টোবর) কোয়ার্টার ফাইনালে ভোরের কাগজের প্রতিপক্ষ কাড়া হবে তা এখনো নিশ্চিত করতে পারেনি আয়োজকরা। তবে কিছুক্ষণের মধ্যে প্রতিপক্ষ জানা যাবে বলে জানিয়েছে তারা। টুর্নামেন্ট এ ম্যাচে শুরু থেকেই ভোরের কাগজের খেলোয়াড়রা এখন টেলিভিশনকে চেপে ধরে। খেলার ৪ মিনিটের মাথায় ভোরের কাগজের ইমরান রহমান এখন টেলিভিশনের গোলরক্ষক তুষার আব্দুল্লাহকে পরাস্ত করে বল জালে জড়ান। কিন্তু দলের সমর্থকদের আনন্দ মুহূর্তেই উবে যায় রেফারির ফাউলের বাঁশির কারণে। পরবর্তীতে ম্যাচের ৭ মিনিটের মাথায় এখন টেলিভিশনের গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেনি খোন্দকার কাওছার হোসেন। প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ মিস করা ভোরের কাগজের আক্রমণ ভাগের খেলোয়াড়রা দ্বিতীয়ার্ধেও গোল মিসের মহড়া দিলে ম্যাচ নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হয়। ফলস্বরূপ ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পরে ভোরের কাগজ ৪-৩ গোলে এখন টেলিভিশনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। ভোরের কাগজের পক্ষে গোল করেন দেব দুলাল মিত্র, ইমরান রহমান, এস এম মিজান ও শামসুজ্জামান শামস। টাইব্রেকারে এখন টেলিভিশনের দুটি শট ঠেকিয়ে ম্যাচসেরা হয়েছেন ভোরের কাগজের গোলরক্ষক আজিজুর রহমান জিদনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App