×

জাতীয়

জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শ্যামল দত্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০৩:২৭ পিএম

জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শ্যামল দত্ত

ছবি: ভোরের কাগজ

জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শ্যামল দত্ত

ছবি: ভোরের কাগজ

জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শ্যামল দত্ত

ছবি: ভোরের কাগজ

জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শ্যামল দত্ত

ছবি: ভোরের কাগজ

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দমেলায় শনিবার (১৪ অক্টোবর) বক্তব্য দেন ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। দুদিনব্যাপী শিশু আনন্দমেলার মধ্য দিয়ে জাতীয় প্রেস ক্লাবের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর ৭ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয় শুক্রবার। এদিন ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন- ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। [caption id="attachment_470063" align="alignnone" width="1500"] ছবি: ভোরের কাগজ[/caption] উপস্থিত ছিলেন- সহসভাপতি হাসান হাফিজ, যুগ্ম-সম্পাদক আশরাফ আলীসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। উদ্বোধন শেষে ক্লাব মিলনায়তনে সদস্যদের ছেলে-মেয়েদের নিয়ে দুদিনের শিশু আনন্দমেলা শুরু হয়। তাদের জন্য সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিকালে আবৃত্তি এবং সংগীত প্রতিযোগিতা ছিল। [caption id="attachment_470064" align="aligncenter" width="1500"] ছবি: ভোরের কাগজ[/caption] শনিবার বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের দৌঁড়, অঙ্ক দৌড়, বিস্কুট দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতা হয়। এদিকে উদ্বোধনী দিন শুক্রবার বেলা ১১টায় আব্দুস সালাম হলে (তৃতীয় তলা) ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এছাড়া ছিল দাবা প্রতিযোগিতা। স্পেড ট্রাম্প প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী ১৫ এবং ১৬ অক্টোবর। [caption id="attachment_470065" align="alignnone" width="1500"] ছবি: ভোরের কাগজ[/caption] নারী সদস্যদের লুডু প্রতিযোগিতা ১৬ অক্টোবর। ১৭ ও ১৮ অক্টোবর সদস্যদের টেবিল টেনিস প্রতিযোগিতা। শেষ দিন ২০ অক্টোবর ভোরে সদস্যদের মিনি ম্যারাথন প্রতিযোগিতা, এরপর পুরস্কার বিতরণী, সন্ধ্যায় কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। এরপর র‌্যাফেল ড্র’র মধ্য দিয়ে শেষ হবে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App