×

জাতীয়

আমরা আমাদের যন্ত্রণার অবসান চাই: রানা দাশগুপ্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ০৪:৪৩ পিএম

আমরা আমাদের যন্ত্রণার অবসান চাই: রানা দাশগুপ্ত

ছবি: ভোরের কাগজ

  • কুমিল্লায় হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার আলটিমেটাম
আসন্ন নির্বাচনকে ঘিরে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি বাড়ি গিয়ে হামলা, মিথ্যা মামলা দেয়ার পায়তারা চলছে। আন্দোলনে নামলে নির্যাতন চালাচ্ছে পুলিশ। আমরা এর থেকে মুক্তি চাই। আমরা আমাদের উপর চলমান যন্ত্রণা ও দুঃখের অবসান চাই বলে উল্লেখ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ ছাত্র ও যুব ঐক্য পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ থেকে কুমিল্লায় ছাত্র ও যুব ঐক্য পরিষদের নেতাকর্মীদের পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মী কর্তৃক পরিষদের মিছিলের নেতাকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের জন্য সরকার ও পুলিশ প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন তিনি। মুন্সিগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লব কর্তৃক প্রকাশ্য সমাবেশে স্থানীয় এমপি মৃণাল কান্তি দাসকে 'মালাউন' বলে সাম্প্রদায়িক গালিগালাজ, কুমিল্লার সাংসদ বাহাউদ্দিন বাহার কর্তৃক শারদীয় দুর্গাপূজাকে কটাক্ষ করে পূজার্থী জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত, কুড়িগ্রামে চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা এবং পূজার আগে বিভিন্ন জায়গায় হামলা ও ভাংচুরের প্রতিবাদ এবং শারদীয় দুর্গা পূজার ছুটি তিন দিন করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এসময় রানা দাশগুপ্ত বলেন, যারা আমাদের ভোটে এমপি হয়, তাঁদের ভোটে যারা সংসদ সদস্য হন, গাড়ি পান, আজকে তাঁরাই তাঁদের ওপর হুমড়ি খেয়ে পড়ছেন। দুর্গাপূজা সামনে রেখে তাঁরা বলে আসছিলেন, এই উৎসব যাতে শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্য মহলবিশেষ চেষ্টা করছে। সাম্প্রদায়িক গালিগালাজ, ধর্মীয় অনুভূতিতে আঘাত, দুর্গাপূজার প্রাক্কালে মন্দিরে হামলা-ভাঙচুরের প্রতিবাদ, দুর্গাপূজার ছুটি তিন দিন করাসহ নানা দাবিতে পরিষদ আজ সারা দেশে শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিলের কর্মসূচি দিয়েছিল। কর্মসূচি চলাকালে তাঁরা কুমিল্লায় হামলার খবর পেলেন। আজকে তাঁরা যন্ত্রণায় কাতর, তাঁদের অন্তর জ্বলছে। কুমিল্লায় হামলার ঘটনায় যতক্ষণ পর্যন্ত অন্তত একজন গ্রেপ্তার না হবেন, ততক্ষণ তাঁদের অবস্থান কর্মসূচি চলবে। সমাবেশে রানা দাশগুপ্ত কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে সংসদ নির্বাচনে মনোনয়ন না দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান। বাহারকে মনোনয়ন দিলে খেসারত দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, আপনারা (পুলিশ) আমাদের উপর কাঁদুনে গ্যাস নিক্ষেপ করতে পারবেন, লাঠিপেটা করতে পারবেন তাতে আমাদের দুঃখবোধ থাকবে না। কিন্তু ঘা খেতে খেতে আমাদের অবস্থানটা এমন দাঁড়িয়ে গেছে যে আজকে আমরা যন্ত্রণায় কাতর। আজকে আমাদের অন্তর জ্বলছে। এসময় তিনি অভিযোগ করেন, ইতোমধ্যেই ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালাচ্ছে, হুমকি দিচ্ছে এবং অনেকের নামে মিথ্যা মামলা দেয়ার একটি সক্রিয় পায়তারা চলছে। সমাবেশে অন্যান্যের মতো আরো বক্তব্য দেন- পরিষদের নেতা মণীন্দ্র কুমার নাথ, জয়ন্ত কুমার দেব, যুব ঐক্য পরিষদের নেতা শ্যামল দেবনাথ, দিলীপ ঘোষ প্রমুখ। এদিকে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের পর ছাত্র ও যুব ঐক্য পরিষদের নেতারা একটি মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন। পরবর্তীতে দশ মিনিট পর পুলিশের হস্তক্ষেপে সেখান থেকে অবরোধ প্রত্যাহার করে শাহবাগ থানার সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করেন তারা। সম্প্রতি কুমিল্লা-৬ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের 'মদমুক্ত পূজা' করার আহবান জানানোর একটি ভিডিও ভাইরাল হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব স্থানীয় এমপি মৃণাল কান্তি দাসকে অকথ্য ভাষায় ভর্ৎসনা ও সাম্প্রদায়িক আক্রমণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App