×

জাতীয়

বিএসএমএমইউতে স্পোর্টস মেডিসিন ক্লিনিকের উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০৮:০৭ পিএম

বিএসএমএমইউতে স্পোর্টস মেডিসিন ক্লিনিকের উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ স্পোর্টস মেডিসিন এর যৌথ উদ্যোগে বিশেষায়িত স্পোর্টস মেডিসিন ক্লিনিকের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি এ ক্লিনিকের উদ্বোধন করেন ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর মহাসচিব সৈয়দ সাহেদ রেজা ।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, 'স্পোর্টস মেডিসিন ক্লিনিক উদ্বোধনের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এটি ক্রীড়াঙ্গনের জন্য এক অনন্য মাইলফলক। এর মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদের সকল ফেডারেশন কে একই ছাতার নিচে নিয়ে এসে ক্রীড়াবিদদের চিকিৎসা সহায়তার জন্য বিএসএমএমইউ ও বাংলাদেশ এসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিন কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই ক্লিনিক এর কার্যক্রম ব্যাপ্তি বৃদ্ধি করতে বরাবরের মতো মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব প্রকার সহযোগিতা করা হবে।' তিনি আরো বলেন, 'বাংলাদেশেই খুব শীঘ্রই ডোপ টেস্টের ব্যবস্থা হবে।'

শেষে প্রতিমন্ত্রী বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী (২০১৯-২০২৩) মেয়াদে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে ৫০ কোটি টাকার সীডমানি প্রদান করেছেন। আমরা এ ফাউন্ডেশন থেকে প্রথমবারের মতো ক্রীড়া সম্মানী ভাতা চালু করেছি। এ বছর থেকে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি চালু করেছি। এছাড়া অসচ্ছল ও দুস্থ ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের চিকিৎসা সহায়তা প্রদান অব্যাহত আছে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App