×

জাতীয়

সুপ্রিম কোর্টে ইউনাইটেড লইয়ারস ফ্রন্টের বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৪:০৪ পিএম

সুপ্রিম কোর্টে ইউনাইটেড লইয়ারস ফ্রন্টের বিক্ষোভ

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, জামায়াত ও অন্য আইনজীবীদের সমন্বয়ে গঠিত ইউনাইটেড ল’ইয়ারস ফ্রন্টের (ইউএলএফ) আইনজীবীরা।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে দিকে সুপ্রিম কোর্ট চত্বর থেকে তারা মিছিল শুরু করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের গেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সামাবেশ করে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ইউএলএফ’র কো-কনভেনর সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ইউএলএফ’র প্রধান সমন্বয়ক বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরোদ্দোজা বাদল, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ইউএলএফের সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া ও গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন, সংবিধানের অনুচ্ছেদ ৩২ অনুযায়ী বিদেশি চিকিৎসা নেয়া সাবেক প্রধানমন্ত্রী খালেদার জিয়ার মৌলিক অধিকার। তাই তাকে বিদেশে চিকিৎসা করানোর ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। সেই সঙ্গে আওয়ামী-বাকশালী বিচার ব্যবস্থা নয়, সাংবাদিক বিচার বিভাগের দাবি করেন নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App