×

জাতীয়

তুর্কমেনিস্তানে অনাবাসিক রাষ্ট্রদূত আমানুল হকের পরিচয়পত্র পেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০৯:৪৯ পিএম

তুর্কমেনিস্তানে অনাবাসিক রাষ্ট্রদূত আমানুল হকের পরিচয়পত্র পেশ

তুর্কমেনিস্থানের জাতীয় সংসদের স্পীকার মিসেস দুনিয়াগুজেল গুলমানোয়ানের কাছে তার পরিচয় পত্র পেশ করছেন মো. আমানুল হক। ছবি: ভোরের কাগজ

তুর্কমেনিস্তানের জাতীয় সংসদের স্পীকার মিসেস দুনিয়াগুজেল গুলমানোয়ানের কাছে তার পরিচয় পত্র পেশ করেছেন মো. আমানুল হক। স্থানীয় সময় মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ৩টায় এ পরিচয় পত্র পেশ করেন। তুরস্কের আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তুর্কমেনিস্তানের ঐতিহ্যবাহী আড়ম্বরপূর্ন আয়োজনের মাধ্যমে পরিচয়পত্র পেশ অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রদূতের সঙ্গে তঁর স্ত্রী রুনা মাহজাবিন আহমেদ এবং দূতাবাসের দ্বিতীয় সচিব মো. শফিক উদ্দিন অংশ নেন। এ সময় তুর্কমেনিস্তানের আন্তর্জাতিক ও আন্ত:সংসদীয় সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান জনাব বেগমুরাত মুহাম্মেদভ উপস্থিত ছিলেন। পরিচয় পত্র পেশ অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত স্পীকারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাষ্ট্রদূত স্পীকারের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি সেরদার বার্ডিমুহমাদভ-কে শুভেচ্ছা জানান এবং স্পীকার বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। বাংলাদেশ ও তুর্কমেনিস্তানের মধ্যে চলমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো গতিশীল ও উচ্চতর পর্যায়ে উন্নীতকরণে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া, রাষ্ট্রদূত আমানুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ এবং দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে চলমান উন্নয়ন কার্যক্রমের বিষয়ে স্পীকারকে জানান। তুর্কমেনিস্তানের সংসদের স্পীকার তুর্কমেনিস্থানের জনগণ ও সরকারের পক্ষ থেকে মো: আমানুল হক-কে তুর্কমেনিস্থানে স্বাগত জানান এবং ভবিষ্যতে ভ্রাতৃ প্রতীম বাংলাদেশের সরকার ও জনগণের কল্যাণে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। পরে রাষ্ট্রদূত মো. আমানুল হক তুর্কমেনিস্থানের স্বাধীনতা চত্ত্বর-এ পুষ্পস্তবক অর্পণ করনে। এর আগে গত ৯ অক্টোবর রাষ্ট্রদূত মো. আমানুল হক তুর্কমেনিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী মিসেস মাহরি বাসিমো-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তুর্কমেনিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (এশিয়া-প্যাসিফিক) গুরবানদুরডি সাপারোভ। এসময়ে উভয় দেশের দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় এবং রাষ্ট্রদূত তার পরিচয়পত্রের অনুলিপি প্রদান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App