×

জাতীয়

বিনা অপরাধে বিএনপি নেতাকর্মীদের আটক করবেন না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০৯:৪০ পিএম

বিনা অপরাধে বিএনপি নেতাকর্মীদের আটক করবেন না

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম। ছবি: ভোরের কাগজ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম আইনশৃঙ্খলার বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, বিনা অপরাধে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করবেন না। আর বিএনপি করা যদি অপরাধ হয়ে থাকে তাহলে ডেট দেন আমরা সবাই আসবো। সবাইকে আটক করুন। আমরা কিছুই করবো না। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টন ভাসানী মিলনায়তনে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাম বলেন, আপনারাতো (আইনশৃঙ্খলা বাহিনী) সবাইকে চিনবেন না, তাই নির্দিষ্ট একটি তারিখ নির্ধারণ করুন, সবাই আসবো। সেখান থেকে আমাদের সবাইকে আটক করুন। আমরা বারবার বলে আসছি মামলা বা ওয়ারেন্ট ছাড়া কাউকে আটক করবেন না। ওদের কোনো অপরাধ নেই। কিন্তু ফ্যাসিবাদ সরকারকে তুষ্ট করতে অতিউৎসাহী পুলিশ বিনাদোষে নিরহ নেতাকর্মীদের আটক করছে, রিমান্ডের নামে অমানুষিক নির্যাতন করা হচ্ছে। তিনি বলেন, এগুলো করে আন্দোলন দমানো যাবে না। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণের সাথে থাকুন। বিএনপি আশা করে আইনশৃঙ্খলা বাহিনী সঠিক আইনভাবে প্রয়োগ করবে। রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে, বিশেষ সুবিধা ভোগের আশায় যারা জনগণের বিপক্ষে অবস্থান নেয়, রাষ্ট্র তাদের ক্ষমা করবে না। তাই সময় থাকতে দেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে অবস্থান নেন। সভায় প্রধান বক্তা ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ বলেন, এ সরকারের আমলে শুধু বিএনপি নয়, কেউ নিরাপদ নয়। এরা বিরোধীমত সহ্য করতে পারে না। সারাদেশ আজ বন্দীশালায় পরিণত হয়েছে। এ বন্দীশালা থেকে জাতিকে মুক্ত করতে হলে কঠিন আন্দোলন করতে হবে। আর এজন্য বিএনপির নেতাকর্মীসহ সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল আজ এক হয়েছে। জীবন দিয়ে হলেও এবার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, মুক্ত করতে হবে গণতন্ত্রের মা খালেদা জিয়াকে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ও জোন - ২ ও ৪ এর সমন্বয়ক ইউনুস মৃধার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোহন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের দায়িত্বে সাইদুর রহমান মিন্টু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা মো. ফরহাদ হোসেন, এডভোকেট ফারুক, শেখ মোহাম্মদ আলী চায়না, জামিলুর রহমান নয়ন, কাউন্সিলর আকবর হোসেনসহ নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App