×

জাতীয়

ভাঙ্গার জনসভা শেষে টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০৮:৫৪ এএম

পদ্মাসেতুর রেলপথ উদ্বোধন ও ফরিদপুরের ভাঙ্গায় আয়োজিত জনসভা শেষে ব্যক্তিগত সফরে নিজ জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১০অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন প্রধানমন্ত্রী। খবর বাসসের।

পরদিন ১১ অক্টোবর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

এর আগে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দিক নির্দেশনা দিতে নিজ নির্বাচনী আসনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করতে পারেন বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে।

জেলা প্রশাসন জানিয়েছে, ১০ অক্টোবর সকাল ১০টায় গণভবন থেকে রওনা হয়ে সড়কপথে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পৌঁছে ৮২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মাওয়া থেকে রেলযোগে ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে যাবেন প্রধানমন্ত্রী শেখ। পরে ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। জনসভা শেষে বিকেলে ব্যক্তিগত সফরে ভাঙ্গা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে রাত্রীযাপন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App