×

জাতীয়

তুরস্কে গ্র্যান্ড কংগ্রেসে সম্মেলনে যোগ দিয়েছে আ.লীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ১২:১০ এএম

তুরস্কে গ্র্যান্ড কংগ্রেসে সম্মেলনে যোগ দিয়েছে আ.লীগ

তুরস্কে গ্র্যান্ড কংগ্রেসে সম্মেলনে যোগ দিয়েছে আ.লীগ। ছবি: ভোরের কাগজ

তুরস্কে গ্র্যান্ড কংগ্রেসে সম্মেলনে যোগ দিয়েছে আ.লীগ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের রাজনৈতিক দল (জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির) আমন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তুরস্ক দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

শনিবার (৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সংসদ সদস্য (মাদারীপুর-৩ ) ড. মো. আব্দুস সোবহান মিয়া পার্টির ৪র্থ একস্ট্রাওর্ডিনারি গ্রান্ড কংগ্রেসে অংশ নেন। পরে তিনি তুরস্কের উপ রাষ্ট্রপতি সেভডেট ইলমাসের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

তুরস্কে গ্র্যান্ড কংগ্রেসে সম্মেলনে যোগ দিয়েছে আ.লীগ

এ সময় তিনি উপ রাষ্ট্রপতির মাধ্যমে তুরস্কের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন ও সৌজন্য বিনিময় করেন। এ সময় আব্দুস সোবহান মিয়া বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ এবং প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে এবং রুপকল্প ২০৪১ বাস্তবায়ন করার লক্ষ্যে তুরস্ক সরকারের সহযোগিতা কামনা করেন।

পরে তুরস্কের রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তুরস্ক সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App