×

জাতীয়

মাদক নিয়ে দ্বন্দ্বে কামরাঙ্গীরচরে রিকশাচালক খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ১১:৫৭ এএম

মাদক নিয়ে দ্বন্দ্বে কামরাঙ্গীরচরে রিকশাচালক খুন

ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে শহীদ হাওলাদার (৪৫) নামে এক রিকশাচালক খুন হয়েছে। এই ঘটনায় ঘাতক আলমগীরকে (৩৮) স্থানীয়রা হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা পুলিশের। বুধবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কামরাঙ্গীরচর আচারওয়ালা ঘাট এলাকার কাদিরের গলি মাথায় এই ঘটনা ঘটে। তাকে হাসপাতালে নিয়ে আসা ছোট ভাই মো. মামুন হাওলাদার জানান, তারা আচারওয়ালা ঘাট এলাকায় থাকেন। এলাকার কাদিরের গলির হাশেমের বাড়িতে স্ত্রী, সন্তান নিয়ে ভাড়া থাকেন শহীদ। ভাড়ায় রিকশা চালাতেন তিনি। সকালে শহীদের স্ত্রী খায়রুন্নেসা তাদেরকে ফোন দিয়ে জানান, কারা যেন শহীদকে ছুরিকাঘাত করেছে। তখন মামুন গলি থেকে রক্তাক্ত অবস্থা শহীদকে উদ্ধার করে সরাসরি ঢাকা মেডিকেল নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন। এদিকে নিহতের স্ত্রী খায়রুন্নেসা বেগম জানান, ঘটনার কিছুক্ষণ আগেই বাসা থেকে গোসল করে বের হন শহীদ। এর পরপরই এক লোক দৌঁড়ে তাদের বাসায় গিয়ে খবর দেন, গলির মাথায় শহীদকে ছুরি মেরেছে। তখন তিনি সেখানে গিয়ে শহীদকে পড়ে থাকতে দেখেন। তবে কে এই ঘটনা ঘটিছে তিনি তাৎক্ষণিকভাবে তা জানতে পারেননি। কামরাঙ্গীরচর থানার ডিউটি অফিসার (এসআই) মেহেদী হাসান মারুফ জানান, শরীরে ইনজেকশন পুশ করাকে কেন্দ্র করে একই এলাকার আলমগীরের (৩৮) সঙ্গে দ্বন্দ্ব হয় শহীদের। এর জের ধরে সকাল সাড়ে ৯টার দিকে গলির মুখে আলমগীর শহীদের গলায় সুইচ গিয়ার দিয়ে আঘাত করে। তখন আশপাশের লোকজন আলমগীরকে হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করে। ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে। তাদের বাড়ি শরিয়তপুরের জাজিরা উপজেলায়। বাবার নাম মৃত আ. আজিজ হাওলাদার।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App