×

জাতীয়

‘ভাগ্যচক্র’ খ্যাত জ্যোতিষবিদ কাজী সারওয়ার হোসেন আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ১০:৩৬ পিএম

‘ভাগ্যচক্র’ খ্যাত জ্যোতিষবিদ কাজী সারওয়ার হোসেন আর নেই

কাজী সারওয়ার হোসেন

বিশিষ্ট জ্যোতিষবিদ কাজী সারওয়ার হোসেন (রলি) আর নেই। মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ছয়টার দিকে কাকরাইলের ইসলামি ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি দুই ছেলে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সিনিয়র একাউন্ট্যান্ট হিসেবে অবসরে যান। কাজী সারওয়ার হোসেনের পিতা কাজী সাখাওয়াত হোসেন। তার মায়ের নাম ইয়াকুব বানু। তিনি কাজী মোতাহার হোসেনের ভাতিজা। কাজী সারওয়ার হোসেনের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার বড় ছেলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর বৃহস্পতিবার বাদ জোহর সেগুনবাগিচা কাচাবাজার জামে মসজিদে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। কাজী সারওয়ার হোসেন সেবা প্রকাশনীর রহস্য পত্রিকায় ‘ভাগ্যচক্র’ শিরোনামে রাশিচক্র লিখে জনপ্রিয় হয়ে ওঠেন। সেবা প্রকাশনী থেকে নিয়মিত তার সারা বছরের ‘রাশিফল’ গ্রন্থাকারে বের হয়েছে। তিনি মৃত্যুর শেষ দিন পর্যন্ত দৈনিক প্রথম আলো পত্রিকায় নিয়মিতভাবে কাজী এস হোসেন নামে ‘দৈনিক রাশিফল’ লিখেছেন। এছাড়া, তিনি সঙ্গীত বিষয়ক মাসিক পত্রিকা সরগম এর সম্পাদনা বিভাগে সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App