×

জাতীয়

প্রধানমন্ত্রীর বক্তব্যে সরকারের স্বৈর চেহারা ফুটে উঠেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ০৭:৫০ পিএম

প্রধানমন্ত্রীর বক্তব্যে সরকারের স্বৈর চেহারা ফুটে উঠেছে

পুরনো ছবি

লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয়া বক্তব্যে সরকারের ‘স্বৈর চেহারা ফুটে উঠেছে’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী লন্ডনে যে বক্তব্য রেখেছেন তার তীব্র নিন্দা জানানোর ভাষা নেই আমাদের। এতো অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য একজন দায়িত্বপূর্ণ প্রধানমন্ত্রী যিনি আছেন, তিনি যে এরকম বক্তব্য দিতে পারেন এটা আমরা কল্পনাও করতে পারি না, ভাবতেও পারি না। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব এই দাবি জানান। ফখরুল বলেন, তার এই বক্তব্যের মধ্যে একটা জিনিস প্রমাণিত হয়ে গেছে রাজনৈতিকভাবে যে, এদেশের মালিক একজন, এদেশে হাসিনা ছাড়া আর কেউ নেই। বিচার বিভাগও তিনি নিয়ন্ত্রণ করেন, প্রশাসনে আইন বলে কোনো তোয়াক্কা তিনি করেন না এবং যাবতীয় অপকর্মগুলো তিনিই নির্দেশদাতা। মির্জা ফখরুল বলেন, গতকালের বক্তব্যে দেশনেত্রীর চিকিৎসার ব্যাপারে তিনি (প্রধানমন্ত্রী) যা বলেছেন এর ভেতরে যে কত প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা তা বক্তব্যে চলে এসেছে। কতটা অমানবিক হলে কতটা ইনহিউম্যান হতে পারে একজন নেত্রী সম্পর্কে এরকম ভাষায় কথা বলতে পারে। তিনি (শেখ হাসিনা) গতকাল বলেছেন যে, যেদিন তাকে কেন্টেমেন্ট ঢুকতে বাধা দেয়া হয়েছিলো সেদিনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন কোনো দিন যদি সুযোগ পান তাহলে খালেদা জিয়াকে কেন্টনমেন্ট থেকে বের করে দেবেন। তাহলে কোর্ট, কেন্টনমেন্ট বোর্ড এগুলো কোনো ব্যাপারই না। দেন হাসিনা ডিসাইডস এন্ড সি ডিসাইডস। এরকম একটা ভয়াবহ কর্তৃত্ববাদী স্বৈরাচারি ফ্যাসিবাদী দেশে আমরা যে এখনো এই ভাষায় কথা বলি এটা সত্যি আমরা নিজেরাও ভাবি এই ভাষায় কথা বলাটা, কারণ একটাই যে, আমরা গণতন্ত্রের বিশ্বাস করি, গণতন্ত্রের ভাষায় কথা বলতে চাই। উল্লেখ্য, সোমবার লন্ডনের মেথডিস্ট সেন্ট্রাল হল ওয়েস্ট মিনিস্টারে যুক্তরাজ্য আওয়ামী লীগের এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচন ও খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘‘আন্দোলনের নামে নির্বাচনের আগে সন্ত্রাসবাদ বা একইভাবে সাধারণ মানুষেরা ওপর হামলা বা হামলার ঘটনা ঘটলে রেহাই দেয়ার কোনো সুযোগ থাকবে না। ‘হাসিনার অধীনে নির্বাচনই না’ খালেদা খালেদা জিয়াকে অসুস্থ অবস্থায় রেখে নির্বাচনে যাবেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘‘ প্রশ্নই উঠতে পারে না। শুধু বেগম জিয়াকে এই অবস্থায় রেখে না, হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। এটা আমাদের পরিস্কার কথা। আবার রিপিট করলাম। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App