×

জাতীয়

২৩ অক্টোবর শাপলা চত্বরে মহাসমাবেশ করবে আ.লীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ০৮:২৯ পিএম

আগামী ২৩ অক্টোবর ঢাকায় বিভাগীয় মহাসমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হবে এ মহাসমাবেশ। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে বক্তব্য রাখবেন। ঐদিন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলেরও শুভ উদ্বোধন করবেন তিনি। মহাসমাবেশ সফল করতে দলের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে পাঁচটি সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। আজ সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সেল থেকে এ তথ্য জানানো হয়। দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম স্বাক্ষরিত এক চিঠিতে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত সাংগঠনিক টিমের কথা জানানো হয়। গঠিত টিমের সদস্যরা ১৫ অক্টোবর এর মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় বর্ধিত সভা করবেন। জানা গেছে, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এক নম্বর টিমের অন্য সদস্যরা হলেন দলটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নজিবুল্লাহ হিরু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এডভোকেট তারানা হালিম। এই টিমটি টাঙ্গাইল মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার সফর করবেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের নেতৃত্বে গঠিত টিম গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলায় বর্ধিত সভা করবেন। এ টিমের সদস্যরা হলেন দলটির সভাপতি মন্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন ও শাহাবুদ্দিন ফরাজী। তিন নম্বর টিমের নেতৃত্বে রয়েছেন সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম। এই টিমের অপর সদস্যরা হলেন সভাপতি মন্ডলীর আরেক সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ও কার্যনির্বাহী সদস্য এডভোকেট সানজিদা খানম। এই টিমের সদস্যরা ঢাকা মুন্সিগঞ্জ ও রাজবাড়ীতে সাংগঠনিক সফর করে বর্ধিত সভা করবেন। চার নম্বর টিমের নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রীর ডা. দীপু মনি। টিমের অপর সদস্য হলেন দলটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, সদস্য অধ্যাপক মো. আলী আরাফাত ও ইকবাল হোসেন অপু। এই টিমের সদস্যরা নরসিংদী, গাজীপুর জেলা ও মহানগরে বর্ধিত সভা করবেন। পাঁচ নম্বর টিমের নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এই টিমের অপর সদস্যরা হলেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড আব্দুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাবেক মেয়র সাঈদ খোকন। চিঠিতে জানানো হয়, দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক টিমের নেতারা আগামী ১৫ অক্টোবরের মধ্যেই দায়িত্বপ্রাপ্ত জেলাগুলোতে বিশেষ বর্ধিত সভা করবেন। এসব বর্ধিত সভায় দলটির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য, মন্ত্রী ও সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার দলীয় মেয়র, ইউনিয়ন পরিষদের দলীয় চেয়ারম্যানসহ জেলা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য, উপদেষ্টা সদস্য, এবং উপজেলা পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ প্রতিটি ইউনিটের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা বর্ধিতসভায় উপস্থিত থাকবেন। বিশেষ বর্ধিত সভায় ২৩ অক্টোবর ঢাকা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে বিপুল পরিমাণ নেতাকর্মী সমাবেশে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App