×

জাতীয়

আ’লীগ-বিএনপি সংঘর্ষ, বিএনপির ৩৫ নেতার নামে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ০৬:৩৯ পিএম

আ’লীগ-বিএনপি সংঘর্ষ, বিএনপির ৩৫ নেতার নামে মামলা
চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় আহত মেহেদুল আলম ভূঁইয়া বাদি হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। সোমবার (২ অক্টোবর) করা এ মামলায় মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানকে প্রধান করে ৩৫ বিএনপি নেতা-কর্মীকে আসামী করা হয়েছে। এসময় অজ্ঞাত ৬০ জনকে আসামী করা হয়েছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর সংঘর্ষে নিহত কিশোর রায়হান হোসেন রুমনের মা খালেদা আক্তার বাদি হয়ে একই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলাও প্রধান আসামী করা হয় নুরুল আমিন চেয়ারম্যানকে। ওই মামলায় ১৫ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামী করা হয় ৬০ জনকে। দুই মামলায় সংঘর্ষের দিন আটক হওয়া ৪জনকে আসামী দেখানো হয়েছে। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, ওচমানপুরের ঘটনায় আহত মেহেদুল আলম ভূঁইয়া বাদি হয়ে থানায় একটি মারামারির মামলা দায়ের করেছেন। মামলায় সংঘর্ষের দিন আটক হওয়া চার বিএনপি নেতা-কর্মীকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার এজাহারভুক্ত অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি। প্রসঙ্গত, গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মিরসরাই উপজেলার আজমপুর বাজার এলাকায় বিএনপি ও স্থানীয় ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে রায়হান হোসেন রুমন (১৬) কিশোর নিহত হন। সে আজমপুর বাজারে সুফিয়ানের দোকানে মাছের ট্রাকের ড্রামে পানি ভর্তি করার কাজ করতো। রুমনের মৃত্যুর পর উপজেলা ছাত্রলীগ তাকে নিজেদের কর্মী দাবী করে শোকবার্তা দেয়। নিহত রুমন উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনপাহাড় এলাকার মৃত নুরের জামানের ছেলে। ছোটবেলা থেকে নানার বাড়ি ওচমানপুর ইউনিয়নের পাতাকোর্ট গ্রামে নানার বাড়িতে থাকতো তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App