×

জাতীয়

সম্রাটের বিরুদ্ধে চার্জশুনানি পেছাল সাড়ে চার মাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ০৬:৩২ পিএম

সম্রাটের বিরুদ্ধে চার্জশুনানি পেছাল সাড়ে চার মাস

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয় বহির্ভূত আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে এবার চার্জশুনানি পেছাল সাড়ে ৪ মাস। চার্জগঠন পিছিয়ে আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (২ অক্টোবর) মামলাটির চার্জশুনানির দিন ধার্য ছিল। সম্রাট আদালতে হাজিরা দেন। এরপর তার আইনজীবী অভিযোগ গঠনের শুনানির জন্য সময় আবেদন করেন। এছাড়া তার আইনজীবী স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল আলম চার্জগঠনের নতুন দিন ধার্য করেন। এই ধার্য তারিখ পর্যন্ত সম্রাটের জামিন মঞ্জুর করা হয়।

জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে  সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App