×

জাতীয়

হানিফ ফ্লাইওভারে মাইক্রোবাসে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২০ পিএম

হানিফ ফ্লাইওভারে মাইক্রোবাসে আগুন

হানিফ ফ্লাইওভারে মাইক্রোবাসে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে যাত্রীরা কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানিয়েছেন, রাত সাড়ে ৭টার দিকে হানিফ ফ্লাইওভারে একটি হায়েস মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে চালক ও যাত্রীরা দ্রুত ও নিরাপদে গাড়ি থেকে বেরিয়ে যায়। আগুনের খবর পেয়ে সদর দপ্তর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। গাড়িটি আগুনে পুড়ে গেছে।

জানা গেছে, গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে গাড়ির চালক ও যাত্রীরা গাড়ি থেকে নেমে পড়ে। তারা ফ্লাইওভারের ওপরে আগুন নেভানোর মতো কিছুই পায়নি। তাছাড়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গাড়িটিকে গ্রাস করে নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App