×

জাতীয়

সবাই এখন পরিবর্তন চায়, সরকারের পতন হবেই: নজরুল ইসলাম খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম

সবাই এখন পরিবর্তন চায়, সরকারের পতন হবেই: নজরুল ইসলাম খান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক ছাড়া সম্ভব না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘সবাই এখন পরিবর্তন চায়। এই সরকারের পতন হবেই হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে ভরাডুবি হবে আওয়ামী লীগের।’বুধবার (২৭ সেপ্টেম্বর) গাবতলিতে বিএনপির এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকারের কারণে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে দাবি করে তিনি বলেন,' স্যাংশনে আওয়ামী লীগ ভয় পেয়েছে। এই স্যাংশনের কারণে সারা দুনিয়ার কাছে বাংলাদেশ আজ লজ্জিত।' এদিকে স্যাংশন নিয়ে নাকি আওয়ামীলীগ ভয় পায়নি, তাহলে এ নিয়ে এত কথা, এত টকশো কেন বলে প্রশ্ন তোলেন নজরুল ইসলাম। এ সময় বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসা বিষয়ে তিনি বলেন, দেশে খালেদা জিয়ার চিকিৎসা করা সম্ভব। তবে চিকিৎসকরা বলছেন উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিতে হবে। সমাবেশে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান অভিযোগ করেন, ক্ষমতায় আসতে নতুন করে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। তবে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি অত্নিসন্ত্রাস করে না। আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিএনপির ওপর দোষ চাপায়। এ সময় খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা না নিলে এবং নেত্রীর কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App