×

জাতীয়

বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা পরম্পরার উজ্জ্বল দৃষ্টান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৬ পিএম

বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা পরম্পরার উজ্জ্বল দৃষ্টান্ত

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা পরম্পরার উজ্জ্বল দৃষ্টান্ত
বঙ্গবন্ধু থেকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পরম্পরার এক সার্ক উজ্জ্বল দৃষ্টান্ত এমন মন্তব্য করে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু করেছিলেন, কন্যা শেখ হাসিনার হাতে তা বিকশিত হয়ে বাস্তবায়িত হচ্ছে। বঙ্গবন্ধু যে আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করেছিলেন আজ তাই ডিজিটাল বাংলাদেশ, ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ। বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন, তারই কন্যা শেখ হাসিনা একই ধারাবাহিকতায় তা শেষ করেছেন। শেখ হাসিনা একজন আজন্ম লড়াকু যোদ্ধা। তিনি অবিরাম জেগে আছেন বলেই বাংলাদেশ নিশ্চিতে ঘুমাতে পারছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার সিরডাপ মিলনায়তনে নো মাইনরিটি দর্শন নিয়ে পথ চলা ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত ‘বাংলাদেশের জয়যাত্রা : বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুকন্যা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতির পিতার জাতিসংঘে প্রদত্ত ভাষণের দিনটি স্মরণ ও ২৮ সেপ্টেম্বর তার কন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, বাংলাদেশ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবুল কালাম আজাদ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনা পোদ্দার, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের প্রচার সম্পাদক ডা. মাহবুবুর রহমান বাবু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অসীম সরকার। শ ম রেজাউল বলেন, প্রতিকূল পরিবেশে লড়াকু শেখ হাসিনা যুদ্ধ করেই আজকের অবস্থায় এসেছেন। জীবনের ঝুঁকি নিয়ে দেশে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। যারা লাল-সবুজ পতাকার বদলে চাঁনতারা পতাকা চায়, সেই অসুর শক্তি আবারও আগামী নির্বাচনকে ঘিরে ছোবল মারতে উদ্ধত। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু যেমন একটি দর্শন, একটি আদর্শ; ঠিক তেমনি শেখ হাসিনাও একটি দর্শন ও আদর্শের নাম। বঙ্গবন্ধু জন্ম না নিলে বাংলাদেশ হতো না, ঠিক তেমনি শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের অগ্রযাত্রা, অবিশ্বাস্য উন্নয়ন হতো না। বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা নিহিত আছে বলেই দেশে কেউ সংখ্যালঘু নয়। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবারো ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মৎস্য খাতে ই-সার্টিফিকেশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন অধ্যায়ের সূচনা : এরপর দুপুরে রাজধানীর একটি হোটেলে মৎস্য অধিদপ্তরের আমদানি-রপ্তানি সংক্রান্ত ই-সার্টিফিকেশন ও ল্যাবরেটরি তথ্য ব্যবস্থাপনা পদ্ধতির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মন্ত্রী। মৎস্য অধিদপ্তর ও যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) অর্থায়নে পরিচালিত বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্প যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে শ ম রেজাউল করিম বলেন, মৎস্য আমদানি-রপ্তানিতে ই-সার্টিফিকেশন চালু স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন অধ্যায়ের সূচনা। মৎস্য অধিদপ্তরের ই-সার্টিফিকেশন ও ল্যাবরেটরি তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বাংলাদেশের মৎস্য খাতে একটি নতুন অধ্যায়ের সংযোজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশে রূপান্তরের জন্য আমাদের সব খাতকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে। দেশের মৎস্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতকে খাবারের একটি বড় অংশের চাহিদা মেটে। বিদেশে মাছ রপ্তানি করে ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জন হয় যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App