×

জাতীয়

সারাদেশে 'বন্দুকযুদ্ধে' নিহত ৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০১৮, ১০:৩২ এএম

সারা দেশে মাদকবিরোধী অভিযান অব্যাহত অাছে। এ অভিযানে বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ফেনীতে ২জন, মাগুরায় ২জন ও কুমিল্লায় ২ জনসহ দেশের ৫ জেলায় ৮ জন নিহতের খবর পাওয়া গেছে। র‌্যাব ও পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদকদ্রব্য। আমাদের ফেনী প্রতিনিধি বলেন, বৃহস্পতিবার রাতে ফেনীর ফুলগাজীতে মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ২ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মাগুরার প্রতিনিধি জানান, গভীর রাতে মাগুরার সদরে উপজেলার পারনান্দু হাউজিং প্রজেক্ট এলাকায় দু'দল মাদক ব্যবসায়ীর মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে গোলাগুলি শুরু হয়। এসময় সেখানে অভিযান চালায় পুলিশের টহল দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আয়ুউব হোসেন ও মিজানুর রহমান নামে দু'জনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। নিহত দু'জনের বিরুদ্ধে ২০টির বেশি মামলা রয়েছে। নারায়ণগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে ফেন্সি সেলিম নামে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশের দাবি, গতরাতে মাদক বিরোধী অভিযান চলার সময় বন্দুকযুদ্ধে মারা যায় সে। এ ঘটনায় আহত ৬ পুলিশ সদস্যকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এছাড়া কুমিল্লায় ২ জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় ১ জনের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, নিহত প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App