×

জাতীয়

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে জনগণ কষ্টে আছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:২১ পিএম

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে জনগণ কষ্টে আছে

ছবি: ভোরের কাগজ

জনগণ কষ্টে আছে কিন্তু বলতে পারছে না। সরকারি দল মানি লন্ডারিং এর কথা বলেন। তাদের নেতারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। তাই আজ রিজার্ভ শূন্য। অপ্রয়োজনীয় মেগা প্রকল্প গ্রহণ করে দেশের মানুষকে বিপদে ফেলেছে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস হয়ে ওঠেছে কিন্তু সরকার সিন্ডিকেট ভাঙ্গতে পারছে না। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। সুতরাং বিএনপি-আ'লীগ মুদ্রার এপিঠ ওপিঠ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার তিতাসে কুমিল্লা উত্তর জেলা জাপার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি এসব কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ৩০০ আসনে প্রার্থী দিবো। জাতীয় পার্টি কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার হবে না। এ জন্য জনগনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। তৃনমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হবে।

এ সময় বক্তারা, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শকে বুকে লালন করে বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি বাজারে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন,জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক এমপি মো. আমির হোসেন ভূইয়া।

কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সৈয়দ মো. ইফতেকার আহসান (হাসান) এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ‍্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা এমপিসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টি। পরে সর্বসম্মতিক্রমে সাবেক এমপি আমির হোসেন ভূইয়াকে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে ঘোষণা করে জাপা চেয়ারম্যান জি এম কাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App