×

জাতীয়

নির্বাচনের আগে পুরাতন ভবন ভাঙা যাবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৯ পিএম

নির্বাচনের আগে পুরাতন ভবন ভাঙা যাবে না

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদ্যালয়গুলোর পুরাতন ভবন (যেখানে কেন্দ্র ) না ভাঙার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ভবন ভাঙার পরিবর্তে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিতে বলেছে কমিশন।

শনিবার ২৩ সেপ্টেম্বর এ সম্পর্কিত একটি নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় এর সংশ্লিষ্ট বিভাগে পাঠায় ইসি।

এ বিষয়ে ইসি কর্মকর্তারা জানান, ভোটের খুব বেশি সময় বাকি নেই। যেহেতু অধিকাংশ ভোটকেন্দ্র হিসেবে বিদ্যালয়ের ভবনগুলো ব্যবহৃত হয়, তাই এ সময় স্কুল কলেজের পুরাতন ভবন ভাঙা হলে ভোট-গ্রহণ ব্যাহত হবে। তাই পুরাতন ভবন না ভেঙে সেগুলো সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা বলেছে সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App