×

জাতীয়

সিলেটে নাট্যকর্মীদের উপর হামলার নিন্দা উদীচীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৫ পিএম

সিলেটে নাট্যকর্মীদের উপর হামলার নিন্দা উদীচীর
সিলেটে নাট্যকর্মীদের উপর হামলার নিন্দা উদীচীর
সিলেটে নাট্যকর্মীদের উপর দুর্বৃত্তদের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, নাট্যকর্মীদের উপর এধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। হামলার শিকার নাট্যকর্মীরা জানিয়েছেন, সিলেটের শতবর্ষ প্রাচীন সারদা হল সংস্কারের পরে নতুন করে চালু করা এবং সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে ৩ দিনব্যাপী নাট্য উৎসবকে কেন্দ্র করে চূড়ান্ত মহড়া চলছিল বৃহস্পতিবার। সেসময় একদল উচ্ছৃঙ্খল যুবক মহড়ায় নানা ধরনের বিঘ্ন সৃষ্টি করে। তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়ার কিছুক্ষণ পরই দুই-তিনশ মানুষ একসাথে নাট্যকর্মীদের উপর হামলা চালায়। এতে অন্তত ১০ থেকে ১৫ জন্য নাট্যশিল্পী আহত হন। সিলেটে বিএনপির রোডমার্চ কর্মসূচিতে জড়ো হওয়া মানুষই এ হামলার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন হামলার শিকার নাট্যকর্মীরা। হামলার পরপরই উদীচীসহ সিলেটের সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেন। উৎসবটি বিকেলেই উদ্বোধন হওয়ার কথা ছিল। দেশের জেলা উপজেলা পর্যায়ে দীর্ঘদিন ধরেই মঞ্চে হামলা চালানো, অনুষ্ঠান চলার সময় শিল্পীদের উপর হামলা করা, সংস্কৃতি কর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখানোসহ নানাভাবে সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। বৃহস্পতিবারের হামলা তারই ধারাবাহিকতা বলে মনে করে উদীচী। এসব কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তি দেশে অসাম্প্রদায়িক, মৌলবাদবিরোধী সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে বাধা দিতে চায় বলেও মনে করে উদীচী। তাই, নাট্যকর্মীদের উপর হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App