×

জাতীয়

ক্রিকেটার তানজিমের নারী-বিদ্বেষী বক্তব্য, প্রতিবাদ মহিলা পরিষদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৮ পিএম

ক্রিকেটার তানজিমের নারী-বিদ্বেষী বক্তব্য, প্রতিবাদ মহিলা পরিষদের

জাতীয় ক্রিকেট দলের তরুণ ক্রিকেটার তানজিম হাসান ফেসবুকে নারী বিদ্বেষমূলক বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। বুধবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রতিবাদ জানান মহিলা পরিষদ।

এ সময় পরিষদের নেত্রীরা বলেন, 'আমরা অত্যন্ত বিস্মিত ও উদ্বেগের সাঙ্গে লক্ষ্য করলাম, বিসিবির ক্রিকেটার তানজিম হাসান সাকিব ১৮ জুলাই ও ৯ সেপ্টেম্বর তার নিজস্ব ফেসবুকে একাধিকবার নারী বিদ্বেষী, অপমানজনক, পশ্চাৎপদ, চরম মৌলবাদী বক্তব্য প্রচার করেছে। যা নারী-পুরুষসহ বাংলাদেশের সমগ্র সমাজের জন্য অপমানজনক ও লজ্জাকরই শুধু নয়, বিষয়টি বাংলাদেশের সংবিধান পরিপন্থী এবং বিসিবির আচরণবিধিরও পরিপন্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলের একজন তরুণ খেলোয়াড়ের এহেন বক্তব্য প্রচারে বাংলাদেশ মহিলা পরিষদ তীব্র নিন্দা জানাচ্ছে ।'

একজন জাতীয় দলের খেলোয়াড় একটি দেশের জনগণকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করেন বলে নেত্রীরা বলেন, 'জাতীয় দলের একজন তরুণ ক্রিকেটারের এ হেন পশ্চাৎপদ, মৌলবাদী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার প্রচার, কারো বা কোন গোষ্ঠীর প্ররোচনায় করা হচ্ছে কিনা তা দেখা প্রয়োজন। তাছাড়া মহিলা পরিষদ মনে করে এই ধরনের মানসিকতা-সম্পন্ন এবং এধরনের বক্তব্য প্রচারকারী একজন খেলোয়াড় কোনোভাবেই জাতীয় দলের হয়ে দেশকে প্রতিনিধিত্ব করতে পারেনা। একই সাথে বাংলাদেশ মহিলা পরিষদ দেশের সামগ্রিক ক্রিকেট ব্যবস্থাপনায় জেন্ডার সংবেদনশীলতার উপর গুরুত্ব আরোপ করার দাবি জানায় পরিষদের নেত্রীরা।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App