×

জাতীয়

রোগীর মৃত্যুর আধা ঘণ্টা পর টেস্ট করলো ইউনাইটেড হাসপাতাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম

রোগীর মৃত্যুর আধা ঘণ্টা পর টেস্ট করলো ইউনাইটেড হাসপাতাল

রোগীর মৃত্যুর আধা ঘণ্টা পর টেস্ট করলো ইউনাইটেড হাসপাতাল।

ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে ফের অনিয়মের অভিযোগ উঠেছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট (সিএমএম) এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন মৃত বাহরাইন ক্যাপ্টেন মোহান্নাদ ইউসুফ হাসান আল হিন্দির বোন। ক্যাপ্টেন আল হিন্দি গালফ এয়ারে কর্মরত ছিলেন। বুধবার (২০ সেপ্টেম্বর) আদালত অভিযোগটি আমলে নিয়ে সিআইডিকে বিষয়টি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। গত বছরের ১৪ ডিসেম্বর গালফ এয়ারের ক্যাপ্টেন মোহান্নাদ ইউসুফ হাসান আল হিন্দীকে ঢাকা বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আল হিন্দীকে ইউনাইটেড হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন অ্যান্ড ইমার্জেন্সি মেডিসিনের চিফ কনসালটেন্ট এবং এই মামলার প্রধান আসামি অধ্যাপক ডা. মো. ওমর ফারুকের অধীনে ভর্তি করা হয়। দুপুর ১২টা ০৮ মিনিটে রোগীকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যু সনদ এবং অন্যান্য প্রতিবেদন (রিপোর্ট) রোগীর মৃত্যুর সময় নিশ্চিত করে। ভুক্তভোগীর পরিবার সম্প্রতি একটি ইউরিন টেস্ট রিপোর্ট হাতে পেয়েছে। রিপোর্ট অনুযায়ী, রোগীর মৃত্যুর আধা ঘণ্টা পরে টেস্ট করলো ইউনাইটেড হাসপাতাল। ইউরিন নমুনা ১২টা ৪৫ মিনিটে সংগ্রহ করা হয়েছিল এবং রিপোর্টটি ১২টা ৫৭ মিনিটে তৈরি করা হয়। এই রিপোর্ট নতুন করে বিতর্ক ও হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশ্য নিয়ে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ ক্যাপ্টেন মোহান্নাদ আল হিন্দি এই নমুনা সংগ্রহের আগেই মৃত্যুবরণ করেন। আজ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম) অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর ফারুক সহ এই অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করেছেন নিহত ক্যাপ্টেনের বোন তালা এলহেন্দি জোসেফানো। এই প্রসঙ্গে তালা এলহেন্দি জোসেফানো বলেন, যখন রোগী ইতোমধ্যেই মারা গেছেন, তখন কেউ কিভাবে ইউরিন টেস্ট (মূত্র পরীক্ষা) করতে পারে? ডাক্তার ওমর ফারুক কি রিপোর্ট নিয়ে ঘাপলা করেছেন নাকি আমার ভাইয়ের মৃত্যু নিয়ে কিছু লুকানোর চেষ্টা করছেন? এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। ইউনাইটেড হাসপাতালের একটি সিস্টেম আছে, কিন্তু এই সিস্টেমটি শুধুমাত্র জেসিআই স্বীকৃতি, বীমা কোম্পানি এবং বড় বড় চুক্তি পাওয়ায় ক্ষেত্রে প্রতারণা করার জন্য ব্যবহার করা হয়। বাস্তবতা হচ্ছে কিছু অসাধু চিকিৎসক এসব নিয়ম অনুসরণ করে না। এ কারণে আমরা আজ এই মামলা দায়ের করেছি যেন আসল সত্য প্রকাশ পায়। এটি এই হাসপাতালের সকল রোগীদের জীবন রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ। বাদি পক্ষের আইনজীবী এম সাব্বির আহমেদ ও রিফাত রহমান বলেন, বিলের পরিমাণ বাড়ানোর উদ্দেশ্যে জালিয়াতি করে টেস্ট রিপোর্ট (প্রতিবেদন) তৈরির অভিযোগে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম) অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া, এমন ঘটনা স্পষ্ট করে যে, রোগীর মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ছিল এবং চিকিৎসার ক্ষেত্রে সঠিক পদ্ধতি অনুসরণ করা হয়নি। আদালত সিআইডিকে এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App