×

জাতীয়

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিপিবির দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৩ পিএম

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিপিবির দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিপিবির দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়া ও বাজার সিন্ডিকেট ভাঙার দাবিতে আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বুধবার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সিপিবির সভাপতি শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, কোষাধ্যক্ষ ডা. ফজলুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- সিপিবির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. এম. এম আকাশ। সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান সরকারের দুঃশাসনের অবসান, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাসহ ব্যবস্থা বদলের সংগ্রামে আমরা প্রতিনিয়তই রাজপথে রয়েছি। এই দুঃশাসনের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। দিন দিন অসহায় মানুষের সংখ্যা বাড়ছে। সরকার দাম বেঁধে দিয়েও ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে’ ব্যর্থ হচ্ছে। ওষুধ, পানি, গ্যাস সর্বত্র নৈরাজ্য চলছে। সরকারের নীতিই এই সংকট তৈরি করেছে। এর অবসানের লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা তাই, চলমান দুঃশাসন হটানোর সঙ্গে সঙ্গে ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করতে দেশবাসীকে আহ্বান জানিয়ে আসছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App